CPIM

শহীদের শ্রদ্ধা, তৃণমূলকে উৎখাতের ডাক লালগড়ের সভায়

রাজ্য

শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছবি চিন্ময় কর।

তৃণমূল-মাওবাদী ষড়যন্ত্রে শালকু সরেন সহ ২৬৭ জন শহীদ ও নিরীহ মানুষের খুনের বিচার এখনও হয়নি। ২০০৮-০৯ সালে জঙ্গলমহল এলাকায় প্রতিদিন তৃণমূল এবং মাওবাদীদের হাতে শহীদ হতে হয়েছিল সিপিআই(এম) কর্মীদের। জঙ্গলমহলের লালগড়ে অন্যতম জায়গা যেখানে এই আক্রমণের তীব্রতা ছিল সব থেকে বেশি। সোমবার লালগড়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে বিশাল মিছিল করলো সিপিআই(এম)। ছিলেন সিপিআই(এম) নেতা পুলিন বিহারী বাস্কে, বিজয় পাল সহ নেতৃত্ব। মিছিল শেষে লালগড়ে সভা করে সিপিআই(এম) নেতৃত্ব। সেখানে শালকু সরেন সহ ২৬৭ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয় নেতৃত্বের পক্ষ থেকে। শালকু সরেনের মা চিতামণি সরেনের হাতে ফুল তুলে দেন মহম্মদ সেলিম। উপস্থিত সিপিআই(এম) কর্মীদের উদ্দেশ্যে ‘লাল সেলাম’ বলেন শহীদের মা।
সেলিম বলেন, ‘মমতা বলেছিল পাহাড় জঙ্গলমহল হাঁসছে। কিন্তু পাহাড়ে যখন বন্যা হলো মমতা কলকাতায় নাচছিল। জঙ্গলমহলের মানুষ ভালো নেই। মানুষের হাতে কাজ নেই। মমতা কোন কথা বলছে না।’ তিনি বলেন, ‘তৃণমূল আরএসএস মাওবাদীদের ব্যবহার করেছিল রাজ্যে বামপন্থীদের শেষ করার জন্য। কিন্তু লাল ঝান্ডাকে শেষ করা যায়নি। কিষেনজি এবং শুভেন্দু মিলে একসাথে আমাদের কমরেডদের খুন করেছে। আর এখন বিজেপির ঝান্ডা নিয়ে বলছে তৃণমূলের বিরুদ্ধে।’

Comments :0

Login to leave a comment