cpim

চাঁদা তুলে ১০০ পরিবারকে ত্রিপল দিলেন সিপিআইএম কর্মীরা

জেলা

পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ ভোট দিয়েছে সিপিআই(এম)কে। ভোটে জয়ী হয়েছে সিপিআই(এম) প্রার্থী আনন্দ সিং। তাই বর্ষাকালের সময় সামান্য ত্রিপল টুকুও দিচ্ছেনা তৃণমূল পরিচালিত বানিবন গ্রাম পঞ্চায়েত গোয়ালবেড়িয়ার সাধারণ মানুষদের। অগত্যা উপায় না দেখে এলাকার সিপিআই(এম) কর্মীরা চাঁদা তুলে ১০০টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেয়। রবিবার সন্ধ্যায় গোয়ালবেড়িয়ার ১০০টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে বানিবন গ্রাম পঞ্চায়েতের ২২২নং বুথে জয়ী হয় সিপিআই(এম) প্রার্থী আনন্দ সিং। জেতার পর থেকে বঞ্চনার শিকার হতে গ্রামবাসীরা। সরকারি সুযোগ সুবিধা থেকে ব্যাপকভাবে বঞ্চিত হতে থাকেন তাঁরা। মূলত অনাগ্রসর শ্রেণী ও সংখ্যালঘুদের বসবাস এই বুথ এলাকায়। ভরা বর্ষার মরসুম চলছে। গ্রামের বহু মানুষের চাল চুইয়ে জল পড়ছে। জলের তোড়ে ধুয়ে যাচ্ছে বাড়ির মাটির দেওয়াল। পঞ্চায়েত সদস্য আনন্দ সিং বারে বারে গ্রাম পঞ্চায়েতে সামান্য ত্রিপল চেয়ে সাড়া মেলেনি। অবশেষে তাঁদের পাশে এসে দাঁড়ায় এলাকার সিপিআই(এম) কর্মীরা। চাঁদা তুলে এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ায়। গ্রামের ১০০ টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেয়।
সিপিআই(এম) নেত্রী অপর্না পুরকাইত জানান, "তৃণমূল গোটা রাজ্যের মতো এই পঞ্চায়েত এলাকায় ব্যাপক স্বজন পোষন করছে। এই বুথ এলাকার মানুষ সিপিআই(এম)কে জিতিয়েছে বলে সামান্য ত্রিপল টুকুও তাঁদেরকে দিচ্ছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। আজকে আমাদের কর্মীরা অর্থ সংগ্রহ করে গরীব মানুষদের হাতে ত্রিপল তুলে দিয়েছে।"

Comments :0

Login to leave a comment