West Bengal Panchayat Election

মিছিলের আকার নিল বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচি

জেলা

West Bengal Panchayat Election ছবি: বৃহস্পতিবার রানীবাঁধের নতুনডিহি গ্রামে সিপিআই(এম) প্রার্থীদের নিয়ে প্রচার।


কর্মসূচি ছিল প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারের। কিন্তু সেটা মাঝপথেই একটা মিছিলের আকার নিল। বৃহস্পতিবার সকালে রানীবাঁধ ব্লক এলাকার হলুদকানালী অঞ্চলের নতুনডিহি গ্রামে বামফ্রন্টের সিপিআই(এম)’র স্থানীয় পঞ্চায়েত, রানীবাঁধ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়েই প্রচারের কর্মসূচি ছিল।  যে বাড়িতেই বামফ্রন্টের কর্মীরা প্রার্থীদের নিয়ে প্রচারে গেছেন মানুষ তাঁদের সাদরে গ্রহণ করেছেন। তাঁরাই আবার প্রতিবেশির বাড়িতে নিয়ে গেছেন প্রার্থীদের। এই প্রচার এমন এক জায়গায় পৌছায় যে বহু মানুষ সিপিআই(এম)’র প্রার্থীদের সঙ্গে হাঁটতে শুরু করেন। এক সময় এই হাঁটা মিছিলে পরিণত হয়। গোটা নতুনডিহি গ্রাম ঘোরে। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থী ছাড়াও ছিলেন জেলাপরিষদের প্রার্থী দেবব্রত মাহাতোও। সাম্প্রতিক অতীতে নতুনডিহি গ্রামে লালঝান্ডার প্রতি মানুষের এই উচ্ছাস দেখা যায়নি। এই নির্বাচনকে ঘিরেই মানুষ পুরো গ্রাম পরিক্রমা করলেন।  

এদিন সোনামুখীর ধুলাই অঞ্চলের আমশোল গ্রামেও এই দৃশ্য দেখা গেল। বাড়ি বাড়ি প্রচার শুরু করার মাঝেই মানুষজন বামফ্রন্টের প্রার্থীকে নিয়ে মিছিল শুরু করলেন।  এর পাশাপাশি জেলার বাকি জায়গাগুলিতেও বামফ্রন্টের প্রার্থীদের নিয়ে প্রচার হয়েছে। চলছে দেওয়াল লিখনও। 


 

Comments :0

Login to leave a comment