‘ইনসাফ যাত্রা’-র প্রচারে রক্তদান লালগোলায়, সভা মালদহে
নভেম্বর থেকে শুরু হচ্ছে ডিওয়াইএফআই’এর আহ্বানে ইনসাফ যাত্রা। রবিবার ইনসাফ যাত্রার প্রচারের অংশ হিসেবে রক্তদান শিবির করল ডিওয়াইএফআই লালগোলা দক্ষিণ লোকাল কমিটি। এদিন ধুলাইড়ি হাইস্কুলে  শিবিরে  ২৫ জন যুবতী সহ মোট ১১০ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সন্দীপন দাস,  প্রাক্তন যুব নেতা কামাল হোসেন, আনোয়ার সাদাত, বাবলুজ্জামান, যুব নেতা  সফিকুল ইসলাম , মহম্মদ সফিকুর রহমান ।
৭ জানুয়ারি রাজ্য জুড়ে ইনসাফ যাত্রার শেষে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। ইনসাফ যাত্রা মালদহে সংগঠিত হবে আগামী ১১ই নভেম্বর। ২৮ নভেম্বর শিলিগুড়িতে শ্রমিক-কৃষক-খেতমজুরদের সমাবেশ হবে। এই দুই কর্মসূচি সফল করার প্রচার হলৎগাজোল ব্লকের করকচ অঞ্চলে। এদিন করেছে সিআইটিইউ-র অঞ্চল সম্মেলনের পর এই মিছিল করকচের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে দুই কর্মসূচি সফল করার আহ্বান জানান হয়।
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0