Counting

ডায়মন্ড হারবারে বাধা, বাগনানে বাধাকে উপেক্ষা করে গণনা কেন্দ্রে এজেন্টরা

রাজ্য পঞ্চায়েত ২০২৩

ডায়মন্ড হারবার কলেজের বাইরে বহিরাগতদের জমায়েত

নির্বাচনের আগের রাত থেকে ডায়মন্ড হারবারে ভোট লুঠ করেছিল অভিষেকের বাহিনী। এবার গননা কেন্দ্রের বাইরে বোমাবাজির অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে গণনা শুরু হওয়ার আগে ডায়মন্ড হারবার কলেজের বাইরে সিপিআই(এম), কংগ্রেস এবং আইএসএফের কাউন্টিং এজেন্টরা জড়ো হলে তাদের গণনা কেন্দ্রের ভিতরে যেতে বাধা দেওয়া হয় তৃণমূলের গুন্ডা বাহিনীর পক্ষ থেকে। সিপিআই(এম)র রাজ্য কমিটির সদস্য প্রতিকূর রহমান জানিয়েছেন, "সকাল থেকে তৃণমূলের গুন্ডাবাহিনী বহিরাগতরা আগ্নেয়াস্ত্র নিয়ে গোটা ডায়মন্ড হারবার কলেজ ঘিরে রেখেছে। বিরোধী কোন কাউন্টিং এজেন্টদের ভিতরে যেতে দেওয়া হচ্ছে না।" সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিরোধী এজেন্টরা যাতে ভিতরে যেতে না পারে সেই জন্য তাদের লক্ষ্য করে বোমাবাজিও করে তৃণমূল। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সিপিআই(এম) কর্মীরা পথ অবরোধ করলে প্রতিকূর রহমানকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

বাগনান ও আমতার জয়পুরে কাউন্টিং এজেন্ট ঢুকতে বাঁধা দেয় শাসক দল। কিন্তু শাসক দলের সেই বাঁধাকে অতিক্রম করে লাঠি হাতে প্রতিরোধ করে গননাকেন্দ্রে প্রবেশ করেন এজেন্টরা। 

Comments :0

Login to leave a comment