Common people rage

স্ট্রংরুমে ছাপ্পা মারতে গিয়ে দলবদ্ধ পিটুনি জুটলো তৃনমূল নেতার

রাজ্য পঞ্চায়েত ২০২৩

স্ট্রংরুমে ছাপ্পা মারতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পরল তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাড়া।  নাইকুরি এলাকায় তাকে ধরে বেধড়ক মারে এলাকাবাসী। তার মোটর বাইক পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ উদ্ধার করে তাকে তমলুক হাসপাতালে ভর্তি করেছে। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে।

এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল যেমন সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তেমন প্রতিরোধ করেছেন মানুষ। লুঠ হওয়া ব্যালট তারা পুকুরে ফেলে দিয়েছেন। মানুষের রায় আন্দাজ করতে পেরে তৃণমূল এবার স্ট্রং রুমের ভিতর ছাপ্পা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিচ্ছে মানুষ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন