মানিকচকে খুন কংগ্রেস কর্মী
মানিকচক থানা এলাকার গোপালপুর বালুটোলা গ্রামে তৃণমূল দুষ্কৃতীদের হাতে খুন হলেন আকমল সেখ নামে এক কংগ্রেস কর্মী। তিনি মুম্বাইয়ে কাজ করেন। কয়েকদিন আগেই মুম্বাই থেকে বাড়ি ফিরেছিলেন আকমল সেখ।
কেন্দ্রীয় জনওয়ানের চাকরির প্রশিক্ষণেও যোগ দেওয়ার কথা ছিল এই যুবকের। শনিবার সন্ধ্যায় ধরমপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে জেসারতটোলার কাছে আমবাগানে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। এবং আকমাল সেখ মারা যান।
ঘটনার তীব্র নিন্দা করে মালদহের সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা বলেন, হামলা যে জায়গায় হয়েছে তার এক কিলোমিটারের মধ্যেই পুলিশি টহল চলছিল। তাই পুলিশ-প্রশাসনের কাছে এলাকার মানুষ জানতে চান, গোপালপুরে কবে খুনোখুনি বন্ধ হবে। গত একবছরে বিভিন্ন ঘটনায় কয়েকজন খুন হয়েছে। গোপালপুরে আইনের শাসন চলবে নাকি তৃণমূলের দুষ্কৃতীদের শাসন চলবে।
এই এলাকায় অভিযোগ, তৃণমূল একদিকে লুট চালাচ্ছে, অন্যদিকে মানুষকে মুখ বন্ধ রাখতে ভয় দেখাচ্ছে। পঞ্চায়েতে টাকা লুট, গঙ্গা ভাঙন রোধের টাকা লুট, জমি মাফিয়া তোলাবাজি করে চলেছে। সাধারণ মানুষ দৈনন্দিন কাজে যেতে ভয় পায়।
সিনহা বলেন, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ সব জানে। কিন্তু ব্যবস্থা নিচ্ছে না।
Comments :0