Cooperative Election

মালঞ্চ সমবায়ে জয়ী বাম ও প্রগতিশীল প্রার্থীরা

জেলা

সোনারপুরের মালঞ্চ মাহিনগরে দি ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড’র পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় বাম ও প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছেন। পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচনেমোট ২৫টি আসনের মধ্যে ২৩টি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেন বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা। শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উল্লেখ্য ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয় দি ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। শুরু থেকেই এই কো-অপারেটিভ ব্যাঙ্ক পরিচালন সমিতি নিজেদের দখলে রেখেছে বামপন্থী ও প্রগতিশীলরা।

Comments :0

Login to leave a comment