মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক আগের রাতে রানাঘাটে তৃণমূল ঘনিষ্ঠ প্রভাবশালীর বাড়িতে চলল ডিজে। মধ্যরাত্রি পার করে উচ্চস্বরে বাজলো মাইক, ডিজে এনে বাজানো হলো গান।
রানাঘাট থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুজোর নামে এই অনুষ্ঠান চলেছে সুপ্রিয় বিশ্বাসের বাড়িতে। অনলাইন জুয়ার এই ব্যবসায়ী তৃণমূলের ঘনিষ্ঠ, মদতপুষ্টও।
ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালো এসএফআই এবং ডিয়াইএফআই। স্থানীয় থানা অভিযোগ নিতে অস্বীকার করে। অনলাইনে দায়ের হয়েছে অভিযোগ।
এসডিপিও অফিস এবং এসডিও বাংলোও ঘটনাস্থলের একেবারে কাছে। কিন্তু পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়েই দেখল। বরং কিছু সরকারি সিভিক এবং পুলিশ পাহারা দিল এই অনুষ্ঠানের। নিমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন রানাঘাটের পৌর প্রশাসনের মাথা থেকে সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিরা।
বিগত বেশ কয়েকদিন ধরেই কোটি টাকার ওপর বাজেটের এই অনুষ্ঠানে নিয়মিত বসছে গান বাজনা জলসার আসর। তার সাথে খানাপিনা, বাড়ির পুজোতে রাস্তা আটকে প্যান্ডেল গেট। ফলত যানজট ভোগান্তি, ত্রাহি ত্রাহি রব এলাকার সাধারণ মানুষের।
সুপ্রিয় বিশ্বাসের ডাকসাইটে অনলাইন জুয়ার সম্রাট এবং তৃণমূল ঘনিষ্ঠ ও তৃণমূল নেতা হিসাবেও পরিচিতি রয়েছে এলাকায়। এহেনো হেভি ওয়েটের ব্যক্তির পূজায় এলাকার মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক মানুষরা অতিষ্ঠ হলেও প্রতিবাদ করার সাহস পাননি কেউ। কয়েকজন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করায় পাল্টা ফেসবুকে দেখে নেয়ার হুমকিও দেন সুপ্রিয় বিশ্বাস।
এসএফআই এবং ডিওয়াইএফআই’র রানাঘাট আঞ্চলিক কমিটি বিক্ষোভ দেখায় সুপ্রিয় বিশ্বাসের বাড়ির কাছেই ছোট বাজার চৌমাথার মোড়ে। হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে ঘণ্টাখানেকের উপরে চলে বিক্ষোভ এবং সংক্ষিপ্ত সভা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব থেকে বর্তমান ছাত্র যুব আন্দোলনের নেতৃবৃন্দ। চাঁছা ছোলা ভাষায় আক্রমণ করেন প্রাক্তন ছাত্র নেতৃত্ব ও বর্তমান সিপিআইএম জেলা কমিটির সদস্য দেবাশীষ চক্রবর্তী, অয়ন মিত্র সুভাষ রায় প্রবীর বোস ও বর্তমান ছাত্র যুব নেতৃত্ব অমিত চক্রবর্তী এবং অরিজিৎ দত্ত। তাঁরা প্রশ্ন তোলেন কিভাবে পুলিশের নাকের ডগায় ধর্মের নাম করে পরীক্ষার্থীদের অসুবিধা করে নিয়ম নীতির তোয়াক্কা না মেনে এইভাবে মোচ্ছব চলতে পারে! এসএফআই এবং ডিওয়াইএফআই’র পক্ষ থেকে থানায় লিখিত এফআইআর করতে যাওয়া হয়। থানা থেকে এফআইআর করতে অস্বীকার করে। ফলে বাধ্য হয়ে অনলাইনে এসডিওসহ প্রশাসনের উচ্চ স্তরে বিষয়টি জানানো হয়েছে।
এর পরেই ওই সুপ্রিয় বিশ্বাস ফেসবুক থেকে তার হুমকি মূলক পোস্টটি তুলে নেন। প্রসঙ্গত রানাঘাট এবং সন্নিহিত অঞ্চলে সাট্টা জুয়া এবং অনলাইন জুয়ার রমরমা দীর্ঘদিন ধরেই। বর্তমানে এই অনলাইন জুয়ার দাপটে বহু ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক, জুয়ায় সর্বস্বান্ত। অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছেন বলে খবর। পুলিশ প্রশাসন ও শাসকদলের মদতে রানাঘাটে এবং পার্শ্ববর্তী অঞ্চলে এখন এই জুয়াড়িদের দাপট ভয়ংকর রকমের।
এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে ধর্মকে ব্যবহার করে এইভাবে ক্ষমতার আস্ফালন ও অরাজকতা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হবে বলে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে অমিত চক্রবর্তী ও সায়ন্তন রায়, এসএফআইয়ের পক্ষ থেকে দেব দত্ত ও মধুমিতা সিকদার জানান।
MADHYAMIK RANAGHAT DJ MIKE
মাধ্যমিকের মুখে তারস্বরে মাইক, বিক্ষোভ রানাঘাটে
×
Comments :0