Dankuni Book Fair 2022

৭০ টি স্টল নিয়ে চলছে ডানকুনির বইমেলা

জেলা

Dankuni book fair 2022

শুরু হয়ে গেল ডানকুনি বইমেলা। ২২তম ডানকুনি বইমেলার উদ্ধোধন হয় গত ২৪ ডিসেম্বর ২০২২। এই মেলার উদ্ধোধন করেন সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত।  বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে সন্মানীয় অতিথী হিসাবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মনীষ দেব, প্রাবন্ধিক ড. ভবানীশঙ্কর জোয়ারদার সহ আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। 

প্রতিবারের ন্যায় ডানকুনি ক্লাব সংগঠন সমন্বয় কমিটির পরিচালনায় ডানকুনি স্পোর্টিং ক্লাব ময়দানে ৭০ টি স্টল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ডানকুনির বইমেলা। মেলা চলবে ১ জানুয়ারি ২০২৩ প্রর্যন্ত। মেলা চলবে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতিবছরের মতো এবছরও থাকছে নাটক, পুতুলনাটক, বাউলগান, কুইজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।


ডানকুনি ক্লাব সংগঠন সমন্বয় কমিটির আহ্বান, বই কিনুন, বই পড়ুন, বই পড়ান, এবারের বই মেলার মূল থিম প্রয়াত নারায়ণ দেবনাথ ও তাঁর কমিকস।

Comments :0

Login to leave a comment