সিপিআই(এম) ২৭ তম রাজ্য সম্মেলন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা দপ্তরে পার্টির পতাকা উত্তোলন করলেন অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার প্রবীন নেতা দিলীপ নারায়ণ ঘোষ। শহীদের শ্রদ্ধা জানিয়ে জেলা দপ্তরে অবস্থিত সভাকক্ষে রেড বুক ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি কি ও কেন এই বিষয়ে। খাদ্য আন্দোলনের লড়াই থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতি লক্ষে পার্টি কর্মীদের দায়িত্ব সম্পর্কিত আলোচনা সভা। সভায় প্রাক্তন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখেন। তিনি শুরুতে এই আলোচনা সভার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব ব্যাখ্যা করে বলেন যে এই ধরণের আলোচনা আগামীতে জেলার সর্বত্র সংগঠিত করা দরকার। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রসঙ্গে মার্কস ও এঙ্গেলস এর ভূমিকাও উল্লেখ করেন এবং ম্যানিফেস্টোর বিভিন্ন অংশ তুলে ধরে সমাজ জীবনে তার প্রয়োগ নিয়ে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পার্টির অভ্যর্ন্তরে শাখা কমিটির সম্পাদক বিশ্বনাথ সিংহ।
cpi(m) 27th state conference
রাজ্য সম্মেলন উপলক্ষে আলোচনা সভা উত্তর দিনাজপুরে

×
Comments :0