BRIGADE

বিভেদকে হারাতে ঐক্যের বার্তা দেবে ব্রিগেড, মাঠ থেকে বললেন সেলিম

রাজ্য ব্রিগেড

খেটে খাওয়া জনতার কথা বলবে এই ব্রিগেড। চাকরিহারার বেদনার কথা বলবে, নতুন চাকরির সম্ভাবনার কথাও বলবে। আর বলবে মেহনতী জনতার ঐক্য এবং সম্প্রীতির কথা।
শনিবার ব্রিগেড ময়দা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার পর একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
রবিবার ব্রিগেড সমাবেশ শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি আন্দোলনের ডাকে। শনিবার চলছে মাঠ সাজানোর প্রস্তুতি। তারই মাঝে মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হয় এই সমাবেশ নিয়ে। 
কাজ পাচ্ছেন, উচ্ছেদের ভয় রয়েছে এমন প্রান্তিক মানুষ আসবেন ব্রিগেডে। উঠবে চাকরিহারাদের পাশে থাকার আবেদনও। 
দেখা যাচ্ছে রাজনীতিতে বা সংবাদমাধ্যমে তাদেরই নিয়ে আলোচনা যারা লুটে খাচ্ছে। আর যারা খেটে খাচ্ছেন তাঁদের কথা নেই। তাঁদের কাজের প্রশ্ন, মজুরির প্রশ্ন, ফসলের দামের প্রশ্ন তুলবে এই ব্রিগেড। 

(দেখুন ভিডিও)

Comments :0

Login to leave a comment