Brigade Partha Pratim Biswas

ভাতের লড়াইয়ে ব্রিগেড দেবে বিকল্পের খোঁজ, ভিডিও বার্তা পার্থপ্রতীম বিশ্বাসের

রাজ্য ব্রিগেড

আমাদের রাজ্যে এখন জরুরি ঐক্যবদ্ধ ভাতের লড়াই, ঐক্যবদ্ধ কাজের লড়াই, ঐক্যবদ্ধ শিক্ষা-স্বাস্থ্যের লড়াই।  ব্রিগেড সমাবেশের মুখে একথা বলছেন অধ্যাপক পার্থপ্রতীম বিশ্বাস।
তিনি বলেন, এ রাজ্যে এখন জাতের লড়াই লড়িয়ে দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে। এখানে শ্রমজীবী মানুষের ডাকে এই ব্রিগেড নতুন বিকল্পের জন্ম দেবে। 
তিনি বলেন, সাম্প্রদায়িক মেরুকরণ পথ নয়। একজোটে লড়াইয়ের এই যাত্রা শুরু হবে ব্রিগেডের ময়দান থেকে।

Comments :0

Login to leave a comment