১৯৯২ সালের ৩১ জানুয়ারি তারিখে নক্ষত্রপতন ঘটেছিল এক উদীয়মান তারকার। তার নাম ধ্রুব পাণ্ডে। সেই খবর প্রকাশিত হয়েছিল আজকের দিনে অর্থাৎ ১ ফেব্রুয়ারি ১৯৯২ সালে। তখন এই ক্রিকেটারের বয়স ছিল মাত্র ১৮ বছর। আজ থেকে প্রায় ৩৩ বছর আগের এক কুয়াশাচ্ছন্ন সকালে গ্র্যান্ড ট্যাংক রোডের এক গাড়ি দুর্ঘটনাই কেড়ে নিয়েছিল এই তরুণ যুবকের প্রাণ। ক্রিকেট জগতের এক তারকা হয়ে ওঠার রসদ ছিল ধ্রুবর মধ্যে। রঞ্জিতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে করেছিলেন ১০৪৮ রান। যার মধ্যে রয়েছে ছটি অর্ধশতরান ও দুটি শতরান। ভারতের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে সফররত টেস্টে। ইডেনে পাঞ্জাবের হয়ে বাংলার বিরুদ্ধেও খেলেছেন। রঞ্জিতে ভেঙেছিলেন সচীন তেন্ডুলকরের রেকর্ড। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েগিয়েছিল তৎকালীন ক্রিকেট মহল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন লালা অমরনাথ ও বিশন সিং বেদি। বেদি জানিয়েছিলেন যে , ধ্রুবর মতো একজন শৃঙ্খলাপরায়ন খেলোয়াড় নিয়তির কাছে হার মেনে গেছে। সেটা তিনি ভাবতেই পারছেন না '। ১৯৯২ সালে মৃত্যুদেবতা তার প্রাণ কেড়ে নিলেও , স্মৃতির পাতায় চলে যাওয়া ধ্রুবর জ্যোতি যেন বিচ্ছুরণের মতই ছড়িয়ে রয়েছে সকল ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে।
Comments :0