Reliance Football Devlopment League

ব্যারাকপুরে ডার্বি জয় লাল হলুদের

খেলা

ছবি প্রতিকী

 

নৈহাটি ডার্বিতে হারের বদলা মঙ্গলবার ব্যারাকপুরে নিল ইস্টবেঙ্গল। আরএফডিএল এর ডার্বিতে ২ - ১ গোলে জিতল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের  ৩৪ মিনিটে গোল করেন আরোমাল। তবে তার আগে ১২ মিনিটের মাথায় পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি মিস করেন মোহনবাগানের সেরটো। দারুণ দক্ষতায় বাঁ দিকে ঝাঁপিয়ে গোলদুর্গ রক্ষা করেন গৌরব। প্রথমার্ধে অগ্রগমন ধরে রাখে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে মোহনবাগান নিজেদের আক্রমণ বজায় রাখলেও গোলমুখ খুলতে পারছিল না। উপরন্তু ম্যাচের ৭২ মিনিটে শ্যামল বেস্রার গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৮০ মিনিটে পাসাং একটি গোল শোধ দেন। কিন্তু অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় মোহনবাগান। বেশ অনেকদিন পর ডার্বি জিতল ইস্টবেঙ্গল। ডার্বি ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছিল ব্যারাকপুর স্টেডিয়ামের ছোট গ্যালারিতেও। দুই গ্যালারির মধ্যে ব্যবধান কম হওয়ায় দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল গোটা ম্যাচ জুড়েই। খেলা শেষের বাঁশি বাজার পর লাল হলুদ গ্যালারি থেকে মোহনবাগান গ্যালারির উদ্দেশ্যে উড়ে আসে জলের বোতল। পরিস্থিতি তখন কিছুটা হাতের বাইরে চলে গেলেও পুলিশ তা সামাল দিতে সক্ষম হয়েছিল। ম্যাচ হেরে মোহনবাগান কোচ ডেগি কার্ডজো ইস্টবেঙ্গলের খারাপ স্ট্রাটেজিকেই দায়ী করলেন।

Comments :0

Login to leave a comment