Engles

এঙ্গেলসের জন্মদিবস আজ

রাজ্য

সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কমরেড ফ্রেডরিখ এঙ্গেলসের ২০৩তম জন্মদিবস উদ্‌যাপিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় ধর্মতলায় সুরেন্দ্রনাথ পার্কে মার্কস এঙ্গেলসের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বামফ্রন্টের পক্ষ থেকে। কার্ল মার্কসের অভিন্ন হৃদয় বন্ধু এঙ্গেলসের জন্মদিবস সারা বিশ্বের নানা প্রান্তেই উদ্‌যাপিত হবে। শ্রমিক শ্রেণির মুক্তির রাজনৈতিক দর্শন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণা এই দুই চিন্তাবিদের যৌথ কর্মধারার ফসল। মার্কসীয় মতাদর্শের অন্যতম প্রতিষ্ঠাতা বলে কার্ল মার্কসের সঙ্গে একত্রে তাঁর নাম উচ্চারিত হয়ে থাকে। 


১৮২০ সালের ২৮ নভেম্বর জার্মানির ব্রেমেন শহরে জন্ম ফ্রেডরিখ এঙ্গেলসের। নিজে সম্ভ্রান্ত পরিবারে জন্মালেও অর্থাভাবে জর্জরিত মার্কসকে তিনি নানাভাবে সাহায্য করে গিয়েছেন শ্রমিক শ্রেণির দর্শন রচনার কাজে, মার্কসের সঙ্গে যৌথভাবে কাজও করে গিয়েছেন তিনি। ১৮৪৮ সালে তিনি এবং মার্কস যৌথভাবে কমিউনিস্ট ইশ্‌তেহার রচনা করে ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিলেন। এঙ্গেলসের লেখা ‘দ্য ওরিজিন অব দি ফ্যামিলি’ এবং ‘প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট’ মানবসভ্যতার ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। সমাজতন্ত্রের জন্য আন্দোলনরত সারা বিশ্বের বিপ্লবী রাজনৈতিক কর্মী ও চিন্তাবিদরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন ফ্রেডরিখ এঙ্গেলসকে। পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে লড়াইতে দিশা দেখান এঙ্গেলস।

Comments :0

Login to leave a comment