নিম্নচাপটি উত্তর বিহার এবং পার্শ্ববর্তী এলাকায় দুর্বল হয়ে পড়েছে। কিন্তু নিম্নচাপ দুর্বল হলেও ঘূর্ণাবর্তের জেরে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিপর্যয় এখনও কাটেনি। সেই পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতা জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
রবিবার ও সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুই জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই জেলা দুটিতে জারি করা হয়েছে লাল সর্তকতা। এছাড়াও অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দার্জিলিঙ, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হওয়া অফিস। মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়া ভালো হতে পারে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই একাধিক জায়গায় ভূমিধস, তিস্তা-রঙ্গত সহ বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টিপাতের ফলে বাড়তে পারে জলের পরিমাণ।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Comments :0