DYFI Bicycle Rally

পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে যুবদের সাইকেল মিছিল হাবড়ায়

জেলা

DYFI Bicycle Rally ছবিঃ সুস্মিত দাস

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হাবড়া শহর লোকাল কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বর্ণাঢ্য সাইকেল মিছিল অনুষ্ঠিত হয় হাবড়ায়। অনেক বেশী বেশী করে বৃক্ষরোপণ করা, অযথা গাছ কাটা বন্ধ করা, জলের অপচয়, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করবার দাবি সহ বিভিন্ন সচেতনতা মূলক আহ্বান জানিয়ে বরবিবার এই মিছিল সংগঠিত হয়। 

হাবড়া শহরের প্রান্তিক অঞ্চল চোংদা মোড় থেকে শুরু হয়ে দীর্ঘ ৮কিলোমিটার পথ পরিক্রমা করে এই বর্ণাঢ্য সাইকেল মিছিল শেষ হয় হাবড়ার আরেক প্রান্তিক অঞ্চল বানীপুর চৌমাথায়। মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্টির হাবড়া শহর এরিয়া কমিটির সম্পাদক ও যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব ঋজিনন্দন বিশ্বাস। সাইকেল যাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সুস্মিতা চক্রবর্তী, দীপঙ্কর বণিক সহ হাবরার ছাত্র যুব আন্দোলনের বহু প্রাক্তন নেতৃত্ব। প্রবল রোদকে উপেক্ষা করেই সমাজ পরিবর্তন, সমাজ সচেতনতা গড়ে তুলতে, পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে শতাধিক যুবক যুবতী আজকের এই মিছিলে অংশগ্রহণ করে। 

Comments :0

Login to leave a comment