FIFA World Cup 2022

পোল্যান্ড দলকে পাহারা এফ-১৬’র

খেলা

FIFA World Cup 2022


দোহা, ১৮ নভেম্বর— পোল্যান্ডের জাতীয় ফুটবল দলকে আকাশে পাহারা দিয়ে নিয়ে এল দু’টি এফ-১৬ যুদ্ধ বিমান। রাশিয়া-ইউক্রেন সংঘাতে পোল্যান্ডে বিপদ বেড়েছে। কয়েকদিন আগেই ইউক্রেনের ছোঁড়া দু’টি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে এসে আছড়ে পড়ে। দু’জন নিহত হন। জি-২০ বৈঠক চলাকালীন এই ঘটনায় ন্যাটোর জরুরি বৈঠকও ডাকা হয়েছিল। পরে অবশ্য বোঝা যায় রাশিয়া নয়, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রই পোল্যান্ডে পড়েছে। রবার্ট লেওয়ানডেস্কিদের পোল্যান্ডের আকাশসীমা পর্যন্ত দু’দিকে পাহারা দেয় দু’টি এফ-১৬ যুদ্ধবিমান। পোল্যান্ড দলের টুইটারে জানানো হয় দক্ষিণ পোল্যান্ডের সীমানা পর্যন্ত ওই দুই যুদ্ধ বিমান সঙ্গী ছিল। ধন্যবাদ জানানো হয়েছে পাইলটদেরও। এর পরে বাকি পথ পেরিয়ে নিরাপদেই দল পৌঁছোয় কাতারে। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে পোল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে।

Comments :0

Login to leave a comment