বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
ো
ফরাক্কার ওপারে বল্লারপুরে দুর্ঘটনার কবলে ১৩১৪৫ আপ রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস। রবিবার গভীর রাতে ফরাক্কার বল্লালপুর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।
সোমবার বাতিল হয়েছে সাহেবগঞ্জ এক্সপ্রেস। ঘুরিয়ে দেওয়া হয় কলকাতা-আগরতলা, কাটিহার এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস। রাধিকাপুর এক্সপ্রেসও জঙ্গিপুর রোডে ফিরিয়ে এনে আজিমগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়ার ঘোষণা করে রেল।
সেখানে উপর দিয়ে জাতীয় সড়ক নিচের দিকে রেল লাইন। মাঝে রেলগেট না থাকায় হঠাৎ বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা লড়ির সাথে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ । সেইসময় ট্রেনটি চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেন ইমার্জেন্সি ব্রেক কষতেই ইঞ্জিনে আগুন লাগে। তবে সেই সময় ডাউন লাইনে যে কোনো ট্রেন আসলে সাংঘাতিক ক্ষতি হতে পারত। আতঙ্কের মধ্যে জানালেন রাধিকাপুরে ট্রেনের যাত্রী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রলয় মণ্ডল, যাত্রী চন্দন গোস্বামী, প্রবীর সরকাররা।
জানা গেছে লরিটি মালদার দিকে যাচ্ছিল। তবে কেন রেল লাইনের রাস্তায় দাঁড়িয়ে ছিলো তা কেউ বলতে পারছে না। একজন আর পি এফ জানালেন চালক লড়িতে ছিলেন না। দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। চালকের তৎপরতায় ট্রেনটি থামানো গেলেও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। রাত তখন ১.৫০ মিনিট। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে সুত্রে খবর।
তৎপরতার সাথে কোনো রকমে যাত্রীদের টোটো অটো সরকারি বাসে করে যাত্রীদের ঘটনাস্থল থেকে ফারাক্কা পর্যন্ত পৌছে দেওয়া হলেও কিছু বেলায় যাত্রীরা রায়গঞ্জে নিয়ে আসছেন। ট্রেনের এক যাত্রী সায়ন ঘোষ জানান, বালি বোঝায় লড়ির অধিকাংশ ডাউন লাইনের দিকে দাঁড়িয়েছিল। আপে অল্প অংশ ছিল। ট্রেন ইমার্জেন্সি ব্রেক কষে ইঞ্জিনে আগুন লাগে। তবে ডাউন লাইনে ট্রেন আসলে সাংঘাতিক ক্ষতি হতে পারত।
রাত সাড়ে ৩ টার পর থেকে কিছুটা স্বাভাবিক হলেও ১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেস বেলা ১০ টা পর্যন্ত গন্তব্যে পৌছায়নি।
Comments :0