ঋণের চাপে আবার এক কৃষক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন মধ্য প্রদেশে। পুলিশের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, চাষে ক্ষতির জন্য ব্যাঙ্কের ঋণ শোধ দিতে না পেরে রাজ্যের ছিন্দওয়ারা জেলার রাজেগাঁও গ্রামে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন রামপত চৌধুরি (৫৪) নামে এক কৃষক। বুধবার সন্ধ্যায় তিনি নিজের ঘরেই ওই কীটনাশক খান।
পুলিশ সূত্রে আরও বলা হয়েছে, প্রায় তিন লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় চেপেছিল রামপত চৌধুরির। গ্রামে চার একর জমি আছে তাঁর। ওই জমিতে চাষ করার জন্য তিনি ব্যাঙ্ক থেকে ২০২০ সালে ২ লক্ষ ১৭ হাজার টাকা এবং ২০২১ সালে ৬৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু একটানা বৃষ্টিতে পরপর দু’বছর তাঁর জমির ফসল নষ্ট হয়ে যায়। ফলে ঋণ শোধ করার অবস্থায় তিনি ছিলেন না। পরিবারের বক্তব্য, ঋণের সেই চাপেই তিনি জীবন শেষ করে দিয়েছেন।
Farmer Suicide
বিপুল ঋণের চাপ, মধ্য প্রদেশে ফের আত্মঘাতী কৃষক
×
Comments :0