Elephant Attack

হাতির হামলায় বৃদ্ধের মৃত্যু পুরুলিয়ায়

জেলা

হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের মাঠা রেঞ্জের টিকরটাঁড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই বৃদ্ধের নাম ধুমনাথ সরেন(৭৫)। সোমবার সকালে প্রাতঃকর্মে বেরিয়ে বুনো হাতির সম্মুখীন হয় ওই ব্যক্তি। কোনোক্রমে প্রাণে বাঁচলেও মাথায় গুরুতর চোট পান তিনি। স্থানীয়দের তৎপরতায় আহত বৃদ্ধকে প্রথমে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। পুরুলিয়া বনদপ্তর থেকে ঘটনার আকস্মিকতায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে ওই ব্যক্তির পরিবারকে।
বনদপ্তর সূত্রে জানা গেছে পুরুলিয়া বনবিভাগ ও কংসাবতী দক্ষিণ বনবিভাগে গত কয়েক দিন ধরে একাধিক হাতি এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। মানুষের মনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি প্রচুর পরিমাণ ফসলের ক্ষতিও হয়েছে। গত ২৫ নভেম্বর পর্যন্ত সমগ্র পুরুলিয়া জেলার বিভিন্ন বনাঞ্চলে ২৫ টি হাতির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এগুলির অধিকাংশই হাজারীবাগ এবং দলমা থেকে আসা। বর্তমানে বান্দোয়ান এক বনাঞ্চলের বারোটি, বান্দোয়ান দুই বনাঞ্চলের সীমানায় ছয়টি, যমুনা বনাঞ্চলের সীমানায় বারটি হাতি রয়েছে। এদিন সকালের হিসাব অনুযায়ী, বলরামপুর রেঞ্জের কেরোয়া মৌজায় একটি, বাঘমুন্ডির মাঠা রেঞ্জের চরকপাথর মৌজায় ১৫- ১৬টি এবং বাঘমুন্ডির টিকরটাঁর মৌজায় দুটি হাতি রয়েছে। স্থানীয় মানুষজনকে জঙ্গলে যেতে বারণ করা হয়েছে। বন বিভাগের সূত্রে জানা গেছে কংসাবতী দক্ষিণ বন বিভাগে  থাকা হাতিগুলি বর্তমানে ঝাড়খণ্ডে চলে গিয়েছে।

Comments :0

Login to leave a comment