Fear of Tiger

বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়

জেলা

পাথরপ্রতিমায় বাঘের পায়ের ছাপ দেখায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় আসেন বনদপ্তরের কর্মীরা। জানা গিয়েছে, পাথরপ্রতিমার কে প্লটের অচিন্ত্যনগরে মণি নদী সংলগ্ন ধান খেতের পাশে চরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় গ্রামবাসীদের নজরে পড়ে বেশ কয়েকটি বাঘের পায়ের ছাপ। ধান জমিতে কাজ করতে গেলে তাঁরা বাঘের পায়ের ছাপ দেখায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। ওই এলাকায় ভিড় করেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানা ও বনদপ্তরের কুয়েমুড়ি রেঞ্জ অফিসে। বনদপ্তরের কর্মীরা এলাকা ঘুরে দেখেন। তাঁরা বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয়েছেন এটি বাঘের পায়ের ছাপ। মণি নদী সংলগ্ন ঠাকুরান জঙ্গল থেকে বাঘ বেড়িয়েছিল বলে তাঁদের প্রাথমিক অনুমান। এলাকায় নজরদারি করছেন বনদপ্তরের কর্মীরা এমনটাই জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment