NANDAKUMAR PROTEST PANCHAYAT

স্ট্রং রুমে ভোট লুটের শঙ্কা, প্রবল বিক্ষোভ নন্দকুমারে

জেলা পঞ্চায়েত ২০২৩

NANDAKUMAR PROTEST PANCHAYAT রবিবার বিক্ষোভ নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর হাইস্কুল স্ট্রং রুম কেন্দ্রের সামনে।

নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের বিশ্বাসযোগ্যতা কোথায় নেমেছে, দেখালো নন্দকুমার। স্ট্রং রুমে ব্যালট বাক্সের সিল ভেঙে ছাপ্পা ব্যালট ঢোকানোর অভিযোগে বিক্ষোভ তুমুল আকার নিল। রবিবার বেলার দিকে নামলো র‌্যাফ। 

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর হাইস্কুল স্ট্রং রুম কেন্দ্রের সামনে ব্যাপক গণ্ডগোল হয়। গ্রামবাসীদের অভিযোগ, বাক্স ভেঙে ছাপ্পা ব্যালট ঢোকানো হয়েছে। সকাল ৬টা থেকে বিক্ষোভে আটকে যায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক। শ্রীকৃষ্ণপুর বাসস্ট্যান্ডের সামনে শুরু হয় বিক্ষোভ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে জনতা। 

গ্রামবাসীদের ক্ষোভের কেন্দ্রে তৃণমূল কংগ্রেস। তাঁরা জানিয়েছেন, স্ট্রং রুমে ব্যালট বাক্স ভাঙার অভিযোগ সকালেই জানানো হয় নন্দকুমারের বিডিও’কে। কিন্তু তিনি ব্যবস্থা নিতে অস্বীকার করেন। এরপরই ক্ষোভ নেমে পড়েছে জাতীয় সড়কে।

একাংশ জানিয়েছেন, ২০১৮’তে পঞ্চায়েত ভোটে ব্যালট বাক্স লুট হয়েছিল এই এলাকায়। এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসের ভোট লুট অপারেশনের প্রধান। সেই স্মৃতি ফিরে এসেছে এদিন। রায় লুট হয়ে যাওয়ার আশঙ্কাও চেপে বসে। তবে ঘরে না থেকে রাস্তায় নামেন স্থানীয়দের অনেকেই। বিরোধী বিভিন্ন দলের কর্মীরাও ছিলেন। তবে বিভিন্ন অংশের স্থানীয় বাসিন্দাদের দেখা গিয়েছে বিক্ষোভে শামিল হতে। 

Comments :0

Login to leave a comment