EURO 2024

ইউরো কাপ ২০২৪: প্রথম ম্যাচে মুখোমুখি জার্মানি ও স্কটল্যান্ড

খেলা আন্তর্জাতিক ইউরো কাপ ২০২৪

শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত উয়েফা ইউরো ২০২৪। ১৪ জুন শেষ হয়ে ১৫ জুন ভারতীয় সময়ে রাত ১২.৩০ মিনিটে ভারতে শুরু হবে ইউরো ২০২৪। উদ্বোধনী ম্যাচে জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে জার্মানি। স্পেন ও ক্রোয়েশিয়ার সঙ্গে 'গ্রুপ অব ডেথ'-এ থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ১৬ জুন মাঠে নামবে আলবেনিয়ার বিরুদ্ধে।
কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স হট ফেভারিট ফুটবল প্রেমীদের, এবং ১৮ জুন অস্ট্রিয়ার বিপক্ষে তাদের যাত্রা শুরু করবে, যখন এমবাপ্পের রিয়াল মাদ্রিদের সতীর্থ জুড বেলিংহাম একদিন আগে সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাথে তার অভিযান শুরু করবে। আর ক্রিশ্চিয়ানো রোনালদো কি পারবেন দ্বিতীয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে? ১৯ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে পর্তুগাল।

নকআউট পর্ব শুরু হবে ২৯ জুন, ফাইনাল হবে ১৫ জুলাই বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে।

উয়েফা ইউরো ২০২৪ ফিক্সচার:

গ্রুপ এ ফিকশ্চার

১৫ জুন ২০২৪: জার্মানি বনাম স্কটল্যান্ড, মিউনিখ [রাত ১২:৩০]

১৫ জুন ২০২৪: হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড, কোলন [সন্ধ্যা ৬:৩০]

১৯ জুন ২০২৪: জার্মানি বনাম হাঙ্গেরি [স্টুটগার্ট, রাত ৯:৩০]
২০ জুন ২০২৪: স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড [কোলন, রাত ১২:৩০]

২৪ জুন ২০২৪: সুইজারল্যান্ড বনাম জার্মানি, ফ্রাঙ্কফুর্ট [ভারতীয় সময় রাত ১২.৩০]

২৪ জুন ২০২৪: স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি [স্টুটগার্ট রাত ১২:৩০]

গ্রুপ বি ফিকশ্চার

১৫ জুন ২০২৪: স্পেন বনাম ক্রোয়েশিয়া, বার্লিন [ভারতীয় সময় রাত ৯:৩০]

১৬ জুন ২০২৪: ইতালি বনাম আলবেনিয়া, ডর্টমুন্ড [বাংলাদেশ সময় রাত ১২টা]

১৯ জুন ২০২৪: ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া, হামবুর্গ [সন্ধ্যা ৬:৩০]
২১ জুন ২০২৪: স্পেন বনাম ইতালি, গেলসেনকির্শেন [ভারতীয় সময় রাত ১২:৩০]

২৫ জুন ২০২৪: আলবেনিয়া বনাম স্পেন [ডুসেলডর্ফ রাত ১২:৩০]

২৫ জুন ২০২৪: ক্রোয়েশিয়া বনাম ইতালি, লাইপজিগ [সময় রাত ১২:৩০]

গ্রুপ সি ফিকশ্চার

১৬ জুন ২০২৪: স্লোভেনিয়া বনাম ডেনমার্ক, স্টুটগার্ট [রাত ৯:৩০]

১৭ জুন ২০২৪: সার্বিয়া বনাম ইংল্যান্ড, গেলসেনকির্শেন [ভারতীয় সময় রাত ১২:৩০]

২০ জুন ২০২৪: স্লোভেনিয়া বনাম সার্বিয়া, মিউনিখ [ভারতীয় সন্ধ্যা ৬:৩০]
২০ জুন ২০২৪: ডেনমার্ক বনাম ইংল্যান্ড, ফ্রাঙ্কফুর্ট [ভারতীয় সময় রাত ৯:৩০]

২৬ জুন ২০২৪: ডেনমার্ক বনাম সার্বিয়া মিউনিখ, [রাত ১২:৩০]

২৬ জুন ২০২৪: ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া, কোলন [ভারতীয় সময় রাত ১২.৩০]

গ্রুপ ডি ফিকশ্চার

১৬ জুন ২০২৪: পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস, হামবুর্গ [সন্ধ্যা ৬:৩০]

১৮ জুন ২০২৪: অস্ট্রিয়া বনাম ফ্রান্স ডুসেলডর্ফ, [রাত ১২.৩০]

২১ জুন ২০২৪: পোল্যান্ড বনাম অস্ট্রিয়া, বার্লিন [ভারতীয় সময় রাত ৯:৩০]
২২ জুন ২০২৪: নেদারল্যান্ডস বনাম ফ্রান্স [লাইপজিগ, রাত ১২:৩০]

২৫ জুন ২০২৪: ফ্রান্স বনাম পোল্যান্ড, ডর্টমুন্ড [ভারতীয় সময় রাত ৯:৩০]

২৫ জুন ২০২৪: নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া, বার্লিন [ভারতীয় সময় রাত ৯:৩০]

গ্রুপ ই ফিক্সচার

১৭ জুন ২০২৪: রোমানিয়া বনাম ইউক্রেন, মিউনিখ [সন্ধ্যা ৬:৩০]

১৭ জুন ২০২৪: বেলজিয়াম বনাম স্লোভাকিয়া, ফ্রাঙ্কফুর্ট [ভারতীয় সময় রাত ৯:৩০]

২১ জুন ২০২৪: স্লোভাকিয়া বনাম ইউক্রেন, ডুসেলডর্ফ [সন্ধ্যা ৬:৩০]
২৩ জুন ২০২৪: বেলজিয়াম বনাম রোমানিয়া, কোলন [ভারতীয় সময় রাত ১২:৩০]

২৬ জুন ২০২৪: স্লোভাকিয়া বনাম রোমানিয়া, ফ্রাঙ্কফুর্ট [ভারতীয় সময় রাত ৯:৩০]

২৬ জুন ২০২৪: ইউক্রেন বনাম বেলজিয়াম, স্টুটগার্ট [ভারতীয় সময় রাত ৯:৩০]

গ্রুপ এফ ফিক্সচার

১৮ জুন ২০২৪: তুরস্ক বনাম জর্জিয়া, ডর্টমুন্ড [ভারতীয় সময় রাত ৯:৩০]

১৯ জুন ২০২৪: পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র, লাইপজিগ [রাত ১২:৩০]

২২ জুন ২০২৪: জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র, হামবুর্গ [সন্ধ্যা ৬:৩০]
২২ জুন ২০২৪: তুরস্ক বনাম পর্তুগাল, ডর্টমুন্ড [ভারতীয় সময় রাত ৯:৩০]

২৭ জুন ২০২৪: জর্জিয়া বনাম পর্তুগাল, গেলসেনকির্শেন [ভারতীয় সময় রাত ১২:৩০]

২৭ জুন ২০২৪: চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক [হামবুর্গ, রাত ১২:৩০]

নকআউট পর্ব

২৯ জুন-৩ জুলাই: রাউন্ড অফ ১৬

৫ জুন-৭ জুলাই: কোয়ার্টার ফাইনাল

১০ জুলাই-১১ জুলাই: সেমিফাইনাল

১৫ জুলাই: ফাইনাল

(সবগুলো ম্যাচই সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে)

Comments :0

Login to leave a comment