ASIA CUP GAVASKAR

এশিয়া কাপের টিম নিয়ে বিতর্ক অপছন্দ গাভাসকরের

খেলা

রবি শাস্ত্রীর সঙ্গে গাভাসকর

ফর্মে থাকা এবং অভিজ্ঞ খেলোয়াড়দের বাছা হয়েছে এশিয়া কাপের টিমে। বিশ্বকাপের টিম এই সতেরো জনের মধ্যে থেকেই হওয়া উচিত বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার। এশিয়া কাপের টিম নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয় বলে মনে করছেন তিনি। 

একটি চ্যানেলের সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ‘‘ঠিকই যে কয়েকজনের মনে হবে ভাগ্যের জোরে দলে জায়গা পেয়েছেন তাঁরা। কিন্তু দল গড়া হয়ে গিয়েছে। এখন আর অশ্বিনকে নিয়ে ভেবে লাভ নেই। এটাই এখন ভারতীয় দল।’’ 

সোমবার ভারতীয় দল ঘোষণা হয়েছে এশিয়া কাপের জন্য। ৩১ আগস্ট শুরু টুর্নামেন্ট। বাদ পড়েছেন স্পিনার রিবচন্দ্রন অশ্বিন। লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলও দলে নেই। তবে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজারা রয়েছেন টিমে। 

কেএল রাহুল, শ্রেয়স আয়ার এবং প্রথমবারের জন্য দলে জায়গা করে নেওয়া তিলক ভার্মাকে নিয়ে প্রত্যাশা রয়েছে। গাভাসকর বলেছেন, ‘‘এশিয়া কাপ বড় টুর্নামেন্ট। কিন্তু বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা। তার জন্য আলাদা করে তৈরি হতে হবে।’’

Comments :0

Login to leave a comment