স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকে তিনি বলেন, ‘‘মুখ্যসচিবকে বলবো এরপর থেকে পরীক্ষায় যেন কেউ ঘার ঘোরাতে না পারে। এর আগে যেই সব পরীক্ষা হয়েছে তার খাতা যদি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে দিয়ে তদন্ত করা হয় তবে অনেক কিছু বেরিয়ে আসবে।’’ এক কথায় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী মেনে নিলেন তার দপ্তরে দুর্নীতি হয়েছে। তবে দুর্নীতির দায় মেনে নিলেও স্বাস্থ্য সচিবের অপসানের দাবি তিনি মানেননি। স্বাস্থ্য মন্ত্রী হিসাবেও এই দুর্নীতির কোন দায় তিনি নেননি। উল্টে যতটে পেরেছেন মেডিক্যাল কলেজ গুলোর ঘাড়ে দায় ঠেলতে চেয়েছেন তিনি।
এদিন তিনি নিয়োগের বিষয় ফের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাকে হাতিয়ার করে জানিয়েছেন যে ওই মামলার কারণে নিয়োগ করা যাচ্ছে না।
তবে ১৪ আগস্ট রাতে আর জি কর হাসপাতালে হামলার বিষয় কোন কথা তিনি বলেননি রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে। জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী বলেছেন তাদের অভিযোগ সরকারের কাছে জমা দেওয়ার জন্য। তবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে কোন পদক্ষেপ যে সরকার নেবে না তা তিনি বুঝিয়ে দিয়েছেন।
Comments :0