Gujrat morbi bridge

পুরানো উপকরন দিয়েই ব্রিজ মেরামতি

জাতীয়

গুজরাটের মোরবিতে ঝুলন্ত ব্রিজ ভেঙ্গে মৃত্যু হয়েছে প্রায় ১৪১ জনের। মাছ্ছু নদীর ওপর নির্মিত এই ব্রিজ ভেঙ্গে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বই কমবে না বলেই জানা যাচ্ছে। এদিকে ঘটনার পরের দিন তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে নানা তথ্য। যেমন ২ কোটি টাকা দিয়ে প্রায় সাতমাস কাজ করার পর সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হয় ব্রিজটি। তেমনি ফরেন্সিক দলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে পুরোনো কেবল ব্যবহার করা হয়েছিল। ফলে খুব সহযেই ভেঙ্গে যায় ব্রিজটি। যদিও স্থানীয় পৌরসভার কাছে ছিল না এই বিষয়ে কোনও তথ্য। কি উপকরন ব্যবহার করা হচ্ছে ব্রীজ মেরামতিতে তা নিয়ে কোনও কিছউ জানই ছিল না পৌরসভার এমন তথ্যই উঠে আসছে। ঘটনার পরের দিন মাচ্ছু নদীতে এখনও চলছে তল্লাসী অভিযান। সেনা, নৌসেনা ও এনডিআরএফ তল্লাসী অভিযানে হাত লাগিয়েছে। অপরদিকে সর্দার বল্লবভাই প্যাটের জন্মদিন উপলক্ষে গুজরাটেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নির্বাচন সামে তাই একপ্রকার সময়ের আগে পৌরসভার ছাড়পত্র ছাড়াই ব্রিজটি খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। গুজরাট সরকার যদিও নিজেদের অপদার্থতা ঢাকতে ব্রিজ বিপর্যয় নিয়ে নির্মানকারী সংস্থা ওরেভার কাধেই সমস্ত দায় ঠেলে দিয়েছে। যেখানে এক সময়ে ১২০ জনের বেশী মানুষের ওঠার অনুমতি নেই ব্রিজে সেখানে ঘটনার সময় প্রায় ৫০০ জন ছিল ওই ব্রিজে।  এদিকে গুজরাটেরই বিজেপি সাংসদ মোহন কুন্দরিয়া এদিন জানায় ওই দুর্ঘটনায় তার ১২জন আত্মীয়ের মৃত্যু হয়েছে। ১২ জনের মধ্যে ৫জন শিশু, চারজন মহিলা ও তিনজন পুরুষ ছিলেন। এরা তার দাদার নিকট আত্মীয় ছিল। রবিবার নতুন ব্রিজ খোলা উপলক্ষে সেখানে গিয়েছিল ওই ১২ জন।

Comments :0

Login to leave a comment