MD SALIM MNREGA

বিজেপি’র প্রযোজনায় দিল্লিযাত্রার নাটক তৃণমূলের, ক্ষোভ সেলিমের

রাজ্য

শনিবার সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম।

দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি

‘‘গরিব মানুষ, ক্ষুধাতুর মানুষের রোজগারের ভরসা ‘মনরেগা’। কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকার মিলে তাঁদের রোজগার বন্ধ করেছে।’’ শনিবার তৃণমূলের দিল্লিযাত্রা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন মহম্মদ সেলিম। তাঁর ক্ষোভ, তৃণমূলকে নাটক করার সুযোগ করে দিচ্ছে বিজেপি। দুর্নীতিতে দোষীদের ধরছে না।

এদিন জলপাইগুড়িতে সিপিআই(এম) জেলা দপ্তরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বাসে করে তৃণমূলের দিল্লি যাত্রা নিয়ে সংবাদ প্রচার হয়েছে এদিন সকাল থেকেই। 

সেই প্রসঙ্গে এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘তামাশা নয়? গরিব মানুষ একশো দিনের কাজ করে মজুরি পাচ্ছেন না, আবেদন জানিয়েও জব কার্ড পাচ্ছেন না। তৃণমূল যাদের জব কার্ড হোল্ডার বলে নিয়ে যাচ্ছে তারা কী একশো দিনের কাজ করেন? এদের নকল জব কার্ড দিয়েছে, আগে তা বাজেয়াপ্ত করা উচিত।’’ 

বিজেপি এবং তৃণমূলের যোগসাজশ ঘিরেও সরব হয়েছেন সেলিম। তিনি বলেছেন, ‘‘একশো দিনের কাজ বা সংশ্লিষ্ট আইন ‘মনরেগা’ পরিষ্কার বলছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা হলে কেন্দ্রের সরকার বা গ্রামোন্নয়ন মন্তক ব্যবস্থা নিল না কেন। যে জেলা পরিষদ চুরি করেছে, পঞ্চায়েত চুরি করেছে, তৃণমূলের নেতারা চুরি করেছে, যে আধিকারিকরা চুরির সঙ্গে যুক্ত তাদের ধরা হলো না কেন। তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বিজেপি। তৃণমূলকে নাটক করার সুযোগ করে দেওয়া হবে।’’

৫ অক্টোবর সিজিও কমপ্লেক্স অভিযান হবে দুর্নীতির সঠিক তদন্তের দাবিতেই। সেলিম বলেন, ‘‘আমরা আগে বলেছিলাম ‘চোর ধর জেল ভরো’। এখন যে পরিস্থিতি তাতে আমাদেরই চোর ধরতে হবে।’’ 

জলপাইগুড়িতে সিপিআই(এম) জেলা কমিটির বৈঠকের পর সেলিম জানান যে পঞ্চায়েত নির্বাচন এবং ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নির্বাচনে অংশ নিয়েছেন এমন কর্মীদের সঙ্গেও আলোচনা হবে এর পরের ধাপে। উপনির্বাচনের ফলাফলের সঙ্গে জাতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’ গড়ে ওঠার সম্পর্ক খারিজ করেন তিনি। সেলিম বলেন, ‘‘ বারবারই বলছি ‘ইন্ডিয়া’ কোনও নির্বাচনী জোট নয়। সংবিধানকে ধ্বংস করছে বিজেপি। দেশকে ধ্বংস করছে। তার বিরোধী মঞ্চ।’’

সভায় ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র সহ জেলা পার্টির নেতৃবৃন্দ। 

দিল্লিতে ২ ও ৩ অক্টোবর একশো দিনের কাজ এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা আদায়ে ধরনা কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। ট্রেন বাতিল হওয়ার পর বাস ভাড়া করা হয়। জানা গিয়েছে  ৫০টি বাস ছাড়া হচ্ছে শনিবার থেকে। একেকটির ভাড়া ২ লক্ষ ২৫ হাজার টাকার কাছাকাছি। 

এই প্রসঙ্গে এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘ওরা তো চার্টার্ড প্লেনে করে ঘোরে। প্লেন ভাড়া করেও তো নিয়ে যেতে পারত। কালো টাকা রয়েছে। দলের সাংসদ অভিষেক ব্যানার্জি এক জেলা থেকে আরেক জেলায় যান হেলিকপ্টারে। দিল্লিতে যান নিজস্ব ভাড়া করা প্লেনে।’’ 

(ছবি ও ভিডিও: প্রবীর দাশগুপ্ত)

Comments :0

Login to leave a comment