মেট্রো রেলওয়ে পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'র তরফে উত্তরবঙ্গে ত্রাণের জন্য স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক পবিত্র গোস্বামীর হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিল।
মেট্রো রেলওয়ে পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভাশিস মিত্র, সহ-সভাপতি তপন নাথ, সহ-সম্পাদক প্রবোধ সরদার ও প্রত্যুষ ভট্টাচার্য মঙ্গলবার স্টুডেন্টস হেলথ হোমের মৌলালির কেন্দ্রে এসে তুলে দেন চেক। মেট্রো রেলওয়ে পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভাশিস মিত্র বলেন, উত্তরবঙ্গের পাশে হেলথ হোম যেভাবে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়। উত্তরবঙ্গের পাশে আমরাও আছি। তাই আমরা এই অর্থ সাহায্য তুলে দিচ্ছি। ভবিষ্যতেও আমরা হেলথ হোমের পাশে থাকবো।
পাশাপাশি সুকান্ত জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত বিশেষ রচনা সংকলন স্টুডেন্টস হেলথ হোমের তরফে তুলে দেওয়া হয় মেট্রো রেলওয়ে পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের হাতে।
SHH
হেলথ হোমকে সহায়তা মেট্রো রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের
×
Comments :0