KARNATAKA HIJAB KHARGE

হিজাবে বারণ বাতিল সংবিধান মেনেই, জবাব কর্ণাটকের মন্ত্রীর

জাতীয়

হিজাব নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমেছিল ছাত্রছাত্রীরা।

আইন এবং সংবিধানের কাঠামো মেনেই সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হিজাবে নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে কর্ণাটকের উন্নয়নের জন্য। তোষণের প্রশ্ন নেই এই সিদ্ধান্তে।
হিজাবে নিষেধাজ্ঞা বাতিল প্রসঙ্গে এই ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মন্ত্রী এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে। 
শনিবার সকালেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেন যে হিজাব পরেই ফের ক্লাস করা যাবে স্কুল, কলেজে। সেই সিদ্ধান্তকে ‘মুসলিম তোষণ’ বলেছেন বিজেপি নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। 
সংবাদমাধ্যমে ইয়েদুরাপ্পার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন খাড়গে। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে কংগ্রেস সরকার আইন এবং সংবিধান অনুযায়ী কাজ করছে। এখানে তোষণের প্রশ্ন নেই।’’ তাঁর সংযোজন, ‘‘যে নীতি কর্ণাটকের উন্নয়নের পক্ষে বাধা তাকে খতিয়ে দেখা সরকারের কাজ। প্রয়োজনে সেই নীতি বাতিল করতে হবে।’’ 
ইয়েদুরাপ্পা বলেছেন, ‘‘কেউ সিদ্দারামাইয়ার কাছে এই সিদ্ধান্তের জন্য আবেদন জানায়নি। তবু তাড়াহুড়ো করে সিদ্দারামাইয়া হিজাব নীতি বাতিল করে দিল।’’ ভোটের প্রসঙ্গ টেনে ইয়েদুরাপ্পা বলেছেন, ‘‘মনে করার কোনও কারণ নেই যে লোকসভা ভোটে এই নীতিতে কংগ্রেসের সুবিধা হবে।’’ 
ইয়েদুরাপ্পার সমালোচনার কড়া জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। তাঁর মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দেন যে ‘সব কা সাথ, সব কা বিশ্বাস’। একেবারেই কাজে তা করেন না। বিজেপি বারবার মানুষকে ভাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামাকাপড়, পোশাক, জাত, সবকিছু নিয়েই বিভেদে ব্যস্ত প্রধানমন্ত্রীর দল। সেই কারণে হিজাবে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।’’ 
স্কুলের পোশাক সংক্রান্ত নীতি ঘোষণা করে মুসলিম ছাত্রীদের হিজাবে নিষেধজ্ঞা বিজেপি সরকার জারি করেছিল ২০২২-এ। তীব্র প্রতিবাদ হয় রাজ্যজুড়ে। দেখা যায় বিভিন্ন এলাকায় মুসলিম ছাত্রীদের তাড়া করছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। সমাজের বিভিন্ন অংশই প্রতিবাদে প্রশ্ন বলে যে স্কুলের পোশাক অমান্য করে হিজাব ব্যবহার হচ্ছে না। আদালত যদিও বলে যে হিজাব ধর্মবিশ্বাসের অবশ্যপালনীয় অংশ নয়। সুপ্রিম কোর্ট বিজেপি সরকারের নিষেধাজ্ঞাকে বৈধতা দিতে গিয়ে বিভক্ত হয়ে পড়েছিল। এ বছরই বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপি।

Comments :0

Login to leave a comment