ICHCHE | MANISH DEB | ICHCHE GULI JWALE UTHUK | NATUNPATA | 2025 APRIL 12

ইচ্ছে | মনীষ দেব | ইচ্ছে গুলি জ্বলে উঠুক | নতুনপাতা | ২০২৫ এপ্রিল ১২

ছোটদের বিভাগ

ICHCHE  MANISH DEB  ICHCHE GULI JWALE UTHUK  NATUNPATA  2025 APRIL 12

ইচ্ছে | নতুনপাতা

ইচ্ছে'রা সব জ্বলে উঠুক

মনীষ দেব

ঘাসফড়িং-এর উড়ে যাওয়া ছিল — ছিল রোদ্দুর মেখে পাঠশালা যাওয়া — ছিল নামতা ভুলে কান ধরে বেঞ্চ দাঁড়ানো — নরঃ নরৌ নরা বেঞ্চের ওপর দাঁড়া। তবু ক্লাস ছিল, ইস্কুল ছিল, ছিল পণ্ডিতস্যার আর অঙ্কের ক্লাস পালানোর হিড়িক।

আর স্যার নেই ! নেই ক্লাস ! নেই ইস্কুল কিন্তু এই ভাবে জীবনের পাঠ হারিয়ে যাবে কে জানতো ! শিক্ষক মানে জীবনের পাঠ — জীবনের অনুশীলন। সেই শিক্ষকও আবার আসল-নকল ! ধন্য রানীর আজব দেশ !

        সান্ত্রী বলেন — পুড়ে গেছে সকল লিস্টি।

        কাজী বলেন — কে পোড়াল আসল-নকল লিস্টি?

        মন্ত্রী বলেন — বিলকুল আছে, আসল-নকল লিস্টি।

        রানী বলেন — আসল-নকল মানি না। হবেই হবে ফিস্টি।

অশিক্ষার চরৈবেতি এক্কেবারে শিক্ষার হদমুদ্দ যেন জাহান্নামের জয়যাত্রা। কিন্তু পাঁচু বাগানীর বাপ-মা হারা নাতিটার কি হবে? স্বামীহারা কৈকী কৈবর্তর সন্তানদের কি হবে? শেফালী সোরেন আর ইস্কুলে যাবে'না কারণ শিক্ষকহীন ইস্কুলটাই উবে গেছে। দু-কানকাটা বিষ্টু খুব দুষ্ট, লাষ্ট বেঞ্চের লাস্টবয় মিড ডে মিলের থালা বাজিয়ে চিৎকার করছে — 

হরি দিন তো গেল সন্ধ্যা হলো,

চোর করো আমায়....

চোরপুরীর বদ্ধভূমিতে ডানা ঝাপটাচ্ছে ইচ্ছে গুলি আর চিৎকার করছে — রাজা তুমি কী অন্ধ? তুমি কী জড়? তুমি কী স্থবির? তুমি কী মৃত?

       ধন্য রাজার পুণ্য দেশ...।

তবুও ইচ্ছে'রা সব ঘাসফড়িং হয়ে যাক — 

      ইচ্ছে'রা সব ডানা মেলুক। 

      ইচ্ছে'রা সব ডানা মেলুক।

      ইচ্ছে'রা সব জ্বলে উঠুক। 

 

Comments :0

Login to leave a comment