শিল্ডের পর এবার কাপও জিতল মোহনবাগান। খেলার ফল 2-১। ম্যাচের ৪৯ মিনিটে আলবার্তোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। কিন্তু ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান কামিংস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯৬ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের পাস থেকে চকিতে টার্ণে গোল করেন ম্যাকলারেন। বাকি সময়ে ডিফেন্স করেই ম্যাচ বের করে নিল মোহনবাগান। মুম্বইয়ের পর দ্বিতীয় দল হিসেবে একই মরশুমে শিল্ড ও কাপ জিতল মোহনবাগান। দ্বিমুকুট জয় করে তাদের পরবর্তী লক্ষ্য আসন্ন সুপার কাপ জিতে ত্রিমুকুট জয় করা।
Indian Super League
দ্বিমুকুট জয় মোহনবাগানের

×
Comments :0