Jhilimili School Bankura

পুলিশের লাঠি-লাথি শিক্ষকদের, ঝিলিমিলির স্কুলে ছাত্রছাত্রীরা মিছিলে, দেখুন ভিডিও

জেলা

শনিবার ঝিলিমিলি হাইস্কুলে মিছিল ছাত্রছাত্রী, শিক্ষকদের। ছবি: মধুসূদন চ্যাটার্জি

শিক্ষকদের চাকরি গিয়েছে সরকারের দোষে। যোগ্য শিক্ষকরা চাকরি ফিরে পাওয়ার দাবি জানাতে গিয়ে লাঠির মুখে। কসবায় মারা হয়েছে লাথি। শনিবার এ সবের নীরব প্রতিবাদ জানালো বাঁকুড়ার ঝিলিমিলি হাইস্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকদের মিছিল। দেখুন ভিডিও
যে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীকে সুপ্রিম কোর্ট বাতিল করেছে তার মধ্যে ৯ জন এই বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকের ঝিলিমিলি হাইস্কুলের। সহকারী প্রধান শিক্ষক অসিত বরণ মাহাতো জানান, স্কুলে শিক্ষক রইলেন মাত্র ১৪জন। এর ফলে স্কুলের পঠন পাঠনের সমস্যা হবে। ১৪০০ ছাত্রছাত্রী পড়ে এখানে। তিনি বলেন, বিজ্ঞান বিভাগে এর ফলে বিরাট প্রভাব পড়বে।
ঝিলিমিলি হাইস্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকদের এমন মিছিল ছুঁয়ে গিয়েছে সব অংশের মানুষকে। শনিবার প্রতিবাদ মিছিলে দাবি উঠেছে, যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে দেওয়ার। পাশাপাশি মিছিলে আওয়াজ তোলা হয়, কাজ হারানো শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের উপর পুলিশী নির্যাতনের ঘটনায় অপরাধীদের শাস্তি দিতে হবে। শিক্ষকদের উপর পুলিশের হামলার ঘটনায় রাজ্যে এই প্রথম কোনও স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করলেন।

Comments :0

Login to leave a comment