প্রয়াত ‘বনজীবী’ রামাইয়া। ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাসত্যাগ করলেন তেলেঙ্গানার ‘ট্রি ম্যান’। পরিবেশ রক্ষার বার্তাকে সামনে রেখে প্রায় এক কোটি গাছের চাড়া লাগিয়ে ছিলেন তিনি। ২০১৭ সালে তার এই পরিবেশের প্রতি অবদানের জন্য পদ্মশ্রী পান।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি রামাইয়ার প্রয়ানে শোক প্রকাশ করেছেন। তার কথায় রামাইয়ার মৃত্যু পরিবেশ আন্দোলনের জন্য বড় ক্ষতি। পরিবেশ রক্ষার জন্য তার যেই ভূমিকা তা সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে তিনি জানিয়েছেন শোকবার্তায়।
Comments :0