Ghatal TMC Kangaroo Court

তৃণমূল দপ্তরে হেনস্তা, অপমানে আত্মঘাতী প্রৌঢ়, তুমুল ক্ষোভ ঘাটালে

জেলা

ঘটনা জানাচ্ছেন মৃতের পুত্র। ছবি: চিন্ময় কর

সালিশি সভার নামে তৃণমূল কংগ্রেসের দপ্তরে রাত ১২টা পর্যন্ত বসিয়ে রেখে চলল জরিমানা আদায়ের চাপ। চরম হেনস্তা সহ্য করতে না পেরে আত্মঘাতী হতে বাধ্য হলেন এক প্রৌঢ়। 
ঘাটাল পৌরসভার ২ নম্বর  ওয়ার্ডের আড়গোড়া এলাকায় এই মর্মে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রৌঢ়ের পরিবার। তৃণমূল কংগ্রেসের তোলাবাজ নেতা অভিযুক্ত সুরজিত ঘোষ এলাকা ছাড়া। 
তৃণমূল কাউন্সিলর বাসন্তী সিংহ রায়ের স্বামী এবং ব্লক নেতা উদয় সিংহ রায়ের উপস্থিতিতে এই অত্যাচার চলেছে বলে অভিযোগ পরিবারের। 
মৃতের পরিবারের অভিযোগ, বাড়ির বাথরুমের জল নিকাশের জন্য  নিজের জমিতে ব্যবস্থা করছিলেন ওই প্রৌঢ়। ওয়ার্ডের তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি সুরজিত ঘোষ বাধা দেন। অভিযোগ, তিনি হুমকি দিয়ে বলেন যে কাউন্সিলরের অনুমতি না নিয়ে রাস্তার ধারে শকপিট নির্মাণ করা যাবে না।  শুক্রবার রাত ৭টার পর তৃণমূলের স্থানীয় দপ্তরে দরখাস্ত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেখানেই গিয়েছিলেন বিশ্বনাথ মন্ডল। 
অভিযোগ, তাঁকে রাত ১২টা পর্যন্ত তৃণমূলের আড়গোড়া দপ্তরে বসিয়ে রেখে হেনস্তা করা হয়। ২০ হাজার টাকা জরিমানা দিতে চাপ দেওয়া হয়। মৃত প্রৌঢ়ের পুত্র জয়ন্ত মণ্ডল এবং প্রতিবেশীদের অভিযোগ,
জরিমানার নামে তোলা আদায়ের চাপ সহ্য করতে না পেরে এবং অপমানিত হয়ে বাড়ি ফিরে  রাতের খাবার পর্যন্ত না খেয়ে শুয়ে পড়েন বিশ্বনাথ মণ্ডল। রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হতে বাধ্য হোন। এমন ঘটনায় এলাকাবাসীর তীব্র ক্ষোভ।
থানায় অভিযোগ দায়ের পরিবারের। তারপর থেকে এলাকা থেকে ফেরার অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা সুরজিত ঘোষ। এলাকার তৃণমূল কাউন্সিলর এবং তাঁর স্বামী এবিষয়ে মুখ খুলতে নারাজ।
পুলিশ জানিয়েছে, ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিত ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এলে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Comments :0

Login to leave a comment