চলতি মাসেই রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে পূর্ত দপ্তর। রাজ্যের প্রায় ২২০০ সেতু পূর্ত দপ্তরের অধীনে। যার মধ্যে ১৫০টি সেতুর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন রয়েছে। সেই কারণেই দ্রুততার সঙ্গে ৩০ এপ্রিলের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এই মর্মে পূর্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে দপ্তরের আধিকারিকদের। গত ৩ এপ্রিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রতিটি সেতু ও উড়ালপুলের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন পূর্ত দপ্তরের আধিকারিকরা।
২০১৬ সালে নির্মীয়মান পোস্তা সেতু ভেঙে পরে। তার ঠিক দু’বছর পর ২০১৮ সালে মাঝেরহাট সেতু ভেঙে পরে। সরকারি ব্যর্থতা এবং রক্ষণাবেক্ষণের অভাবে মানুষের প্রাণ যায়। এই দু’টি ঘটনার পর থেকেই তৎপর হয় পূর্ত দপ্তর। একাধিক সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়। তার পরেই সিদ্ধান্ত করে টালা সেতু ভেঙে নতুন করে তৈরি করা হয়।
Health check of 2,200 bridges
রাজ্যের ২২০০ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে পূর্ত দপ্তর

×
Comments :0