Tahawwur Rana NIA

মুম্বাই হামলায় অভিযুক্ত রানাকে হাতে পেল এনআইএ

জাতীয়

হেপাজতে তওহর রানা। ছবি প্রকাশ করল এনআইএ।

মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত তওহর রানাকে হেপাজতে পেল এনআইএ। বৃহস্পতিবার রাতে হেপাজতে পাওয়ার ছবি প্রকাশ করল জাতীয় তদন্ত সংস্থা। 
আমেরিকা থেকে এদিনই বিশেষ বিমানে রানাকে নিয়ে আসা হয় দিল্লিতে।  ২৬/১১ মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলায় অন্যতম প্রধান অভিযুক্ত রানা পাকিস্তানী বংশোদ্ভূত কানাডার নাগরিক। এই হামলার তদন্তে একমাত্র ধৃত পাকিস্তানি নাগরিক আজমল কাসভের ফাঁসি হয় ২০১০’র ৬ মে। 
এনআইএ জানিয়েছে, ওয়াশিংটন থেকে বিশেষ বিমানে উড়িয়ে আনা হয় রানাকে। এনএসজি এবং ‘র’-র আধিকারিকরা দিল্লিতে নামার পর এনআইএ দপ্তরে নিয়ে আসে রানাকে। সেখানেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা। 
সংবাদমাধ্যমের একাংশে বলা হয়েছে আমেরিকার জেলে বন্দি রানাকে ভারতে ফেরানোয় কেন্দ্রীয় সরকারের কৃতিত্ব রয়েছে। তবে তথ্য দেখাচ্ছে মুম্বাইয়ে ভয়াবহ হামলায় বিভিন্ন তথ্য তদন্তে বেরিয়ে এসেছিল ২০০৮’র পরের কয়েক বছরেই। ওই বছরের ২৬ নভেম্বর লস্কর ই তৈবার পরিকল্পিত হামলায় মুম্বাইয়ে ১৭৫ জনের মৃত্যু হয়। তার মধ্যে ৯ সন্ত্রাসবাদীও ছিল। একমাত্র কাসভকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়। দেশে সন্ত্রাসবাদী হামলার অন্যতম বড় ঘটনা ২৬/১১।  
পাকিস্তানি বংশোদ্ভূত তওহর রানা এবং সে দেশের মাটিকে ব্যবহার করে সন্ত্রাসবাদী তৎপরতার তথ্যও বের করা হয় তদন্তে। ২০০৯’র জানুয়ারিতেই পাকিস্তানকে স্বীকারও করতে হয় তাদের দেশের নাগরিকদের যোগসাজশ।

Comments :0

Login to leave a comment