আইএসএল ফাইনালের আগে শুক্রবার নিউটাউনের এক পাঁচতারা হোটেলে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মহীনবাগান কোচ মলিনা , অধিনায়ক শুভাশিষ এবং বেঙ্গালুরু কোচ জারাগোজা, গোলরক্ষক গুরপ্রিত। শনিবার ফাইনালের ব্যাপারে মলিনা বলেন ' আমাদের মোটিভেশন হল আমরা শিল্ড জিতেছি। কঠিন লড়াই করে ফাইনালে এসেছি। আমরা এই ট্রফিটাও জিততে চাই । বেঙ্গালুরু খুব কঠিন প্রতিপক্ষ। আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। বেঙ্গালুরু খেলার ধরণ আলাদা। আমাদের যথেষ্ট সন্মান রয়েছে বেঙ্গালুরুর '।
গত বাংলাদেশ ম্যাচের পর নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন গুরপ্রিত নিজের সঙ্গে বিশালের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে গুরপ্রিত জানান ' বিশালের সঙ্গে আমার ব্যাক্তিগত কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। সোশ্যাল নেটওয়ার্ক এ যে যার মতন করে ভাবতে পারে। কিন্তু বিশাল খুব ভালো গোলরক্ষক এবং ভালো পারফর্ম করছেন ' ।
Comments :0