আইএসএল কাপ জয়ের পর বেশ কিছু রেকর্ডও গড়ল মোহনবাগান । সবথেকে বেশি হোম ম্যাচে গোল , সবথেকে কম গোল হজম করা ২ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া । এই সমস্ত রেকর্ড গড়েছে মোহনবাগান।আইএসএল শেষে এবার চোখ বোলানো যাক সমস্ত ব্যক্তিগত ট্রফিগুলিতে। ২১গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সোনার বুট এবং প্রতিযোগিতার সেরা ফুটবলালের পুরস্কার সোনার বল দুটোই জয় করলেন আলাদিন আজাইরে। গোল্ডেন গ্লাভস জিতলেন বিশাল । সেরা যুব ফুটবলারের পুরস্কার জিতলেন গোয়ার ব্রিসন ফার্নান্দেজ। সবমিলিয়ে প্রায় ৬০০০০ দর্শকের মাঠে আসাটা সুদে আসলে মিটে গেল। একপ্রকার একচ্ছত্র আধিপত্য দেখিয়েই আইএসএল শিল্ডের সঙ্গে সঙ্গে আইএসএল কাপও এবার গেলো মোহনবাগান তাঁবুতেই।
Indian Super League
রেকর্ডধারি মোহনবাগান

×
Comments :0