২০ এপ্রিল ব্রিগেড চলো ও ২০ মে সাধারণ ধর্মঘটের সমর্থনে শিলিগুড়িতে মিছিল হয়েছে শুক্রবার। শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তির মানুষের দাবিকে সামনে রেখে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তিবাসীরা। শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল এবং কাজের সুরক্ষার মতো একাধিক দাবিতে ২০ মে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ব্রিগেড সমাবেশ ও ধর্মঘটের সমর্থনে প্রচার চলছে রাজ্যজুড়ে। গোটা রাজ্যের সঙ্গে দার্জিলিঙ জেলা জুড়ে প্রচার কর্মসূচি রয়েছে অব্যাহত।
ব্রিগেড সমাবেশের গুরত্ব নিয়ে সিপিআই(এম)’র উদ্যোগে শিলিগুড়ি শহরাঞ্চলে যেমন ছোট ছোট সভা হচ্ছে, পাশাপাশি এসএফআই ও ডিওয়াইএফআই’র উদ্যোগেও ছাত্র যুবদের মধ্যে প্রচার চলছে।
এদিন বিকেলে সিআইটিইউ দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে ব্রিগেড সমাবেশের সফলতা কামনা করে মিছিল হয়েছে। মিছিলটি হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে বের হয়। এরপর হাসমিচক হয়ে হিলকার্ট রোড ধরে সেবক মোড়, পানিট্যাঙ্কি মোড় সহ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের সামনে। মিছিলে ছিলেন সমন পাঠক, মোহন পান্ডা, গৌতম ঘোষ, বিমল পাল সহ অন্যান্যরা। সফল ব্রিগেডের পাশাপাশি ২০ মে দেশজুড়ে ধর্মঘটকে সর্বাত্মক সফল করার আহ্বান জানানো হয়েছে মিছিল থেকে। ব্রিগেডকে সামনে রেখে সিআইটিইউ এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে মিছিল হয় শিলিগুড়ি ৩৮নম্বর ওয়ার্ডে। গণশক্তি মোড় এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে হায়দারপাড়া বাজারে শেষ হয় মিছিল। মিছিলে ছিলেন দিলীপ সিং, গনেশ ঘোষ, দীপঙ্কর সাহা, প্রিয়া দে প্রমুখ। মিছিল থেকে সকল চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
এছাড়াও শহর ছাড়িয়ে শিলিগুড়ি মহকুমার গ্রামাঞ্চল মাটিগাড়া, বাগডোগরা, নকশালবাড়ি প্রভৃতি এলাকায় সিআইটিইউ ও কৃষকসভার পক্ষেও জোরদার প্রচার শুরু হয়েছে। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে সকাল থেকেই ব্রিগেডকে কেন্দ্র করে কারখানার সামনে ঝান্ডা ও পোষ্টারিং হয়েছে। বিকেলে বেলগাছি চা বাগান ও বড় মনিরামজোত এলাকায় সভা হয়েছে।
Comments :0