Supreme Court

তিন মাসের মধ্যে যে কোন বিলের ক্ষেত্রে মতামত জানাতে হবে রাষ্ট্রপতিকে, সময় বেধে দিল সুপ্রিম কোর্ট

জাতীয়

রাজ্যপালের যে কোন বিলের ক্ষেত্রে তিন মাসের মধ্যে নিজের মতামত জানাতে হবে রাষ্ট্রপতিকে, শনিবার এমনটা জানালো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পক্ষ থেকে একথাও জানানো হয়েছে যে, কোন বিল যদি রাষ্ট্রপতি তিন মাসের বেশি সময় ধরে আটকে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কারণ জানাতে হবে তাকে। সংবিধান অনুযায়ী রাজ্যের আইনসভায় কোন বিল পাশ হওয়ার পর তা রাজ্যপালের কাছে পাঠানো হয় তার অনুমোদনের জন্য। রাজ্যপাল সেই বিল পাঠায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে বিল আইনে পরিনত হয়। 

সম্প্রতি তামিলনাড়ু সরকারের ১০টি বিল আটকে রাখার অভিযোগ ওঠে রাজ্যপাল আরএন বেবির বিরুদ্ধে। রাজ্যপালের এই আচরণকে অসাংবিধানিক বলে চিহ্নিত করেছেন। সংবিধানে উল্লেখ করা আছে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোন বিল আইনে পরিনত হতে পারে না। কিন্তু সেখানে কোন নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই যে কতদিন সময়ের মধ্যে ওই বিলে সম্মতি বা অসম্মতি জানাতে হবে সাংবিধানিক প্রধানকে। এর আগে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যের আইন সভায় বিল পাশ হয়ে গেলেও রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় তা কার্যকর করা যায়নি। যার জেরে বিভিন্ন সময় রাজ্যপাল এবং রাজ্যের সংঘাতের ছবি দেখা গিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেছেন অনেকে। 

Comments :0

Login to leave a comment