Crime

নাবালিকা খুনের গ্রেপ্তার দাদা

রাজ্য জেলা

৭বছরের শিশু কন্যা খুন। গ্রেফতার যুবক। রবিবার সকালে ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। হাড় হিম করা এ হেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার মনোহরপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল ৭বছরের শিশু কন্যা সাইমা খাতুন। পরিবারের পক্ষ থেকে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে সম্পর্কে দাদা আরিফ গাজি এই খুনের ঘটনায় জড়িত। পুলিশ শনিবার গভীর রাতে আরিফকে গ্রেপ্তার করে এবং সে খুনের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। যুবক জানিয়েছে বাড়ির পাশের ডোবায় সাইমাকে খুন করে সে পুঁতে দিয়েছে। এরপর ওই দিন রাতেই আরিফের বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হয় সাইমার নিথর দেহ। 

রবিবার আরিফকে সাথে করে যায় ঘটনাস্থলে এবং ঘটনার পুনর্নির্মাণ করে হাসনাবাদ থানার পুলিশ। কী কারণে এই খুন? আরিফ একাই যুক্ত এই খুনের ঘটনায়? না কী এই খুনের পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে? সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment