রবিবার আইএসএলের ধুন্ধুমার ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি ইস্টবেঙ্গল । কোচিতে খেলা শুরু সিন্ধ্যা ৭:৩০ টায় ।
রবিবারের ম্যাচেই সম্ভবত প্রথমবার লাল হলুদ জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে আনোয়ার আলিকে। ‘নো অবজেকশন সার্টিফিকেট’ হাতে পেয়ে যাওয়ায় আপাতত ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে পারবেন তিনি ।
কেরালা থেকেই ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন দিমিত্রি ডিয়ামেনটেকসও। তিনিও মুখিয়ে রয়েছেন নামার জন্য । রবিবারের ম্যাচটি কার্যত অগ্নিপরীক্ষা কোচ কার্লোস কুয়াদ্রাতের কাছে । কেরালার বিরুদ্ধে জিততে না পারলেই যে তিনি ছাঁটাই হয়ে যাবেন তা হয়তো নয়। তবে তাঁর উপর চাপ আরো বাড়তে পারে।
পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে হেরে যাওয়ার পরে কেরালাও তৈরি মরশুমের প্রথম পয়েন্ট তোলার জন্য। হাজারো কেরালার দর্শক মাজাপ্পারাদের সামনে খেলতে নামতে হবে কার্লোস ব্রিগেডকে। রয়েছেন নোয়ার মতো স্ট্রাইকার । তাই রবিবারের ম্যাচে আনোয়ারকে নামাতে চাইবেন কার্লোস। দিমিত্রিকে আটকানোর দায়িত্ব থাকবে প্রীতম, হরমিপামের উপর ।
গত মরশুমের সর্বোচ্চ গোলদাতা ডিয়ামেনটেকস এখনো অব্দি গোলের খাতা খুলতে পারেননি । তাই এই ম্যাচেই গোল করে দলকে প্রথম পয়েন্ট এনে দিতে চান।
ISL: EAST BENGAL KERALA
সন্ধ্যায় কেরালার সামনে ইস্টবেঙ্গল, নামতে পারেন আনোয়ার
×
Comments :0