নৱবর্ষের রেশ গায়ে মেখেই সোমবার নতুন বছরের প্রথম ম্যাচে নামছে লাল হলুদ। সন্ধ্যা ৭:৩০টায় যুবভারতীতে তাদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ।
কার্লোস কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া আসনে বসে দলটাকে বেশ কিছুটা বদলে দিয়েছেন অস্কার। দলে ফিরেছে লড়াই করার মতো মানসিকতা। তাই ডার্বির আগে এই ম্যাচে জয় তুলে নেওয়ায় প্রধান লক্ষ্য আনোয়ারদের। এই ম্যাচেও ভিন্ন পজিশনে দেখা যেতে পারে আনোয়ারকে। আক্রমণে ডিয়ামেনটেকোস ও ক্লেটনের উপরই ভরসা রাখছেন অস্কার।
বিপক্ষ দলে চাঙতে , বিপিন , ভ্যান নিভ , বিক্রম প্রতাপের মতো খেলোয়াড়রা থাকলেও গত মরশুমের ফর্মের ধারে কাছে নেই মুম্বই।১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে তারা। শেষ ছয়ে জায়গা পেতে তাই এই ম্যাচটিকেই পাখির চোখ করছেন পিটার কেটকির দল । তবে এই বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে হারানো একদমই সহজ হবেনা মুম্বইয়ের জন্য।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ - গিল, হেক্টর , ডিয়ামেনটেকোস , লালচুংনুংগা, প্রভাত , জিকসন, আনোয়ার , নন্দা , বিষ্ণু ,ডিয়ামেনটেকস ও ক্লেটন সিলভা।
Comments :0