Neymar

নিজের জীবন বাজি রেখে দেব, বলছেন নেইমার

খেলা

Neymar

নেইমার জুনিয়র। পারবেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে? যদি পারেন তবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ফুটবল ইতিহাসে! যে মানের প্রতিভা নিয়ে এসেছিলেন, তাঁর কাছে সফলতা ধরা দেয়নি সেভাবে। ব্রাজিলকে অলিম্পিক গোল্ড জেতানো ছাড়া কিছুই দিতে পারেননি। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও ব্যালন ডি’ওর পাননি। বিশ্বকাপও অধরা। দু’বারের চেষ্টায় ব্যর্থ। ক’দিনের মধ্যেই ফুটবল কেরিয়ারে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামবেন। ব্রাজিলকে ‘হেক্সা’ জেতানোর দায়ভার তাঁর কাঁধে। আপামর সেলেকাও সমর্থকরা নেইমারের দিকে চেয়ে। ব্রাজিলের ‘প্রাণভোমরা’ চাপ অনুভব করছেন। কিন্তু ব্রাজিল কোচ তিতে বলছেন, ‘নেইমার ফুরফরে মেজাজে আছেন। উড়ছেন রীতিমতো।’  
নেইমারের বয়স যখন দশ শেষবার ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। ২০০২’এ। তারপর ফাইনালেও উঠতে পারেননি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দেশ। দু’বার কোয়ার্টার ফাইনাল, ২০১৪ ঘরের মাঠে সেমিফাইনালিস্ট। সেই ম্যাচে নেইমার ছিলেন না। জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে পরাজিত হয়েছিল। ফের কুড়ি বছর পর এশিয়ার মাটিতে বিশ্বকাপের আসর বসবে। সুবর্ণ সুযোগ। কারণ, এই ব্রাজিল দলে তিনি এখন একা নন, একাধিক বিশ্বমানের ফুটবলারদের ছড়াছড়ি। যারা ব্যক্তিগত মুনশিয়ানায় ম্যাচের রং বদলে দিতে পারেন। নেইমার পাশে পাবেন ভিনসিয়াস জুনিয়র, রড্রিগো, গ্যাব্রিয়েল জেসুসদের। প্রত্যেকেই দুরন্ত ছন্দে রয়েছেন। এছাড়াও রিচার্লিসন, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুমিয়েরেসদের মতো ফুটবলার। এঁদের জন্য নেইমার ভরসা পাচ্ছেন বড়। মাঠে সঙ্ঘবদ্ধ ফুটবল ভাবে ফুটবল খেলতে পারলে, হাতের মুঠোয় ধরা দিতে পারে কাঙ্ক্ষিত খেতাব। 
প্রিয় বন্ধু মেসিকে বলে এসেছেন, তোমাদের হারিয়ে বিশ্বকাপ জিতব। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বিশ্বকাপ জেতার। সেই স্বপ্ন কি পূরণ হবে কাতারে‌! বদ্ধপরিকর নেইমার। তেতে রয়েছেন। অবিশ্বাস্য কিছু একটা করার জন্য। প্রাক্তন ব্রাজিলীয় মিডফিল্ডার দিয়েগো রিবাসের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন, ‘বিশ্বকাপ জেতার জন্য নিজের জীবন বাজি রেখে দেব। এবার কোনোভাবেই হাতছাড়া করতে চাই না বিশ্বকাপ জয়ের সুযোগ। জেতার জন্য শারীরিক ও মানসিক দু’দিক দিয়েই যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে বিশ্বকাপ জেতা ছাড়া কিছুই ভাবছি না।’ বাড়তি সংযোজন, ‘মুহূর্তে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। যদি না একশো শতাংশ প্রস্তুত থাকো। নিজের সেরাটা উজাড় করে দিতে পারো।’ 
কাতারে উড়ে আসার আগে নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। তাই তিনি প্রচণ্ড ফোকাসড। দৃঢ়প্রতিজ্ঞ।

Comments :0

Login to leave a comment