খেলা আদতে মেক্সিকোর। অনেকটা স্কোয়াশের মতোই এই খেলার কোর্টটি টেনিসের থেকে একটু ছোট হয় । এই খেলায় ফের একবার মহাদেশীয় টুর্নামেন্টে পদক জয় করল ভারত। এশিয়া প্যাসিফিক প্যাডেল কাপে ব্রোঞ্জ পেল ভারত।
মালয়েশিয়াকে ৩ - o ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করল ভারত । পুরুষদের মধ্যে প্রথমে আরিয়ান গ্রোভস্ ও রাহুল মতিওয়ানি ৪-৬ , ৬-৪ , ৭-৫ সেটে শুরু করেছিলেন। মহিলাদের মধ্যে তুলসী মেহেতা ও বৈভবী দেশমুখ ৬-২ ও ৭ - ৬ সেটে জয় নিশ্চিত করেন ভারতের।
ফিলিপিন্সকে ২ - ৩ এ হারিয়ে এই টুর্নামেন্টে সোনা জয় করে ইন্দোনেশিয়া।
প্যাডেলে র্যাকেট ও বলের সাইজ অনেকটা টেনিসেরই মতো। এই খেলায় প্রত্যেকটি দলকে ডাবলসেই অংশগ্রহণ করতে হয়। সার্ভিংয়ের উচ্চতা হতে হয় কোমরের নিচ পর্যন্ত।
PADDLE CUP INDIA
এশিয়া প্যাসিফিক প্যাডেল কাপে ব্রোঞ্জ জয় ভারতের
×
Comments :0