INDIA ASIAN CUP

১৩ গোল দিয়ে শুরু ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের

খেলা

ব্রুনেই দারুসালামকে ১৩ গোল দিয়ে এশিয়ান কাপের যাত্রা শুরু করলো ভারত। থাইল্যান্ডের চোনবুড়ি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ এশিয়ান যোগ্যতা অর্জনের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও ব্রুনেই দারুসালাম । ১৩ গোলে জয়ী বিশাল যাদবরা। 

প্রথমার্ধেই বিশালের  দাপটে ৫ গোলে এগিয়ে যায় ভারত। বুধবারের ম্যাচের সেরা ফুটবলার বিশাল ৮ , ২৯ ও ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেযে । গোল করেন মহম্মদ আরবাস ( ২৪ মিনিট পেনাল্টি ) , ভারত লরেনজাম ( ৩৮ মিনিট ) , মহম্মদ কাইফ ( ৪২ মিনিট  ) , ক্যাপ্টেন নামগহুইয় ( ৬৪ মিনিট ) , মানভাকুপার ( ৭৪ মিনিট ) , হেমচাই লুনকিম ( ৮২ মিনিট ) , আজলান শাহ ( ৮৪ মিনিট ) , মহম্মদ শামি ( ৮৬ মিনিট ) , সুমিত শর্মা ( ৮৮ মিনিট ) , উশাম সিং ( ৯০+ ৪ মিনিট ) । 

প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পাওয়ায় যথেষ্ট আত্মবিশ্বাসী নিয়েই যোগ্যতা অর্জনের পরের ম্যাচগুলি খেলতে নামবে ইশফাক আহমেদের দল ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন