চোর তাড়ানোর ডাকে গ্রাম নেমেছিল রাস্তায়। ভয়কে হারিয়ে হাতে তুলে নিয়েছিল লাল ঝান্ডা। লড়তে লড়তেই বুঝতে হয়েছে জনতার জোট ভাঙে কারা, কিভাবে। তৃণমূলের পাশাপাশি বিজেপি’কে হারানোর ডাকও দিয়েছে গ্রাম। পঞ্চায়েত ভোটের আগে পশ্চিম বর্ধমানের এই ছোড়া গ্রামেই প্রস্তুতি এখন তুঙ্গে।
মিছিলে স্লোগান থেকে, বাড়ি বাড়ি প্রচারে বামপন্থী কর্মীরা বলছেন কেমন করতে চান পঞ্চায়েত। বলছেন, এমন পঞ্চায়েত যেখানে সব কাজের হিসেব থাকবে গ্রামের কাছে। কাজ কী হবে তা ঠিক করতে মত জানাবেন গ্রামের সবাই। এই স্লোগানেই গ্রামে চোর, লুঠেরাদের হঠিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করতে রাজ্যজুড়ে জানকবুল লড়াই চলছে।
এই লড়াই ঘুম কেড়েছে তৃণমূল বিজেপির। কাজ, মজুরি, জমির লড়াইয়ের গরিব, শ্রমজীবী মানুষ এককাট্টা। নির্বাচনের আগে এখন ছোড়া গ্রামে উৎসবের মেজাজে সাজানো হচ্ছে লাল পতাকা।
Comments :0