Indian cricket team

খাদের কিনারায় ভারতীয় দল

খেলা

শুক্রবার বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। মেলবোর্নে অজিদের দুর্দান্ত ইনিংস শেষ হয় ৪৭৪ রানে। লাবুশেখনে কনস্টাসরা আউট হওয়ার পর রানের দায়িত্ব তুলে নেন স্টিভ স্মিথ। ১৯৭ বলে ১৪০ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন স্টিভ। আউট হন আকাশদীপের বলে। অধিনায়ক প্যাট কামিংস করেন ৪৯ রান ৬৩ বল খেলে।


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে ভারতের ওপেনাররা। ৫ বলে ৩ রান করে অধিনায়ক রোহিত নিজের খারাপ ফর্ম বজায় রাখেন। রোহিত ও ৪২ বলে ২৪ রান করা রাহুলকে প্যাভিলিয়নের পথ দেখান প্যাট কামিংস। যশস্বী ও বিরাটের একটি দারুণ পার্টনারশিপ তৈরি হচ্ছিল। অজিদের দুর্দান্ত বোলিংয়ের কাছে একমাত্র যশস্বীই মাথা উঁচু করে ক্রিজে টিকে থাকছিলেন। কিন্তু ৪১ ওভারে বিরাটের ভুলেই রান আউট হন যশস্বী। শেষ হয় তার ১১৮ বলে ৮২ রানের ইনিংস। ৪২.১ ওভারে স্কট বোলান্ডের বলে উইকেটরক্ষক আলেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট। ৮৬ বলে মাত্র ৩৬ রান করেন বিরাট। অজিদের বোলিংয়ের বর্শায় বিদ্ধ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন ভারতের অর্ধেক সেনা। এখন ভরসা বর্তমানে ক্রিজে থাকা ঋষভ পন্থ (৭ বলে ৬ রান) ও জাদেজা (৭ বলে ৪ রান)। দিনের শেষে ৪৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানে দাঁড়িয়ে রয়েছে ভারত। এখনও ৩১০ রানে পিছিয়ে তারা।

Comments :0

Login to leave a comment